পঞ্চম শ্রেণি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ০২ , বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পঞ্চম শ্রেণি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়,
অধ্যায় ০২ , বাংলাদেশের মুক্তিযুদ্ধ
পাঠ-৩, গণহত্যার প্রস্তুতি

১। কবে পাকিস্তানি বাহিনী বাঙালী গণহত্যার অভিযান চালিয়েছিল?
উত্তর-
২। বাঙালি গণহত্যার অভিযানের নাম কী ছিল?   
উত্তর-
৩। কবে থেকে এ অপারেশনের প্রস্তুতি শুরু হয়?  
উত্তর-
৪। অস্ত্র ও রসদ বোঝাই জাহাজের নাম কি ছিল?  
উত্তর-
৫। অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন কে?   
উত্তর-
৬। অপারেশন সার্চলাইটের ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব কাকে দেওয়া হয়?  
উত্তর-
৭। পরিকল্পনা অনুযায়ী প্রথমেই কোথায় আক্রমণের পরিকল্পনা ছিল?
উত্তর-
৮। ঢাকার বাইরের অপারেশনের নেতৃত্ব কে দেন?   
উত্তর-
৯। সার্বিকভাবে এ পরিকল্পনার দায়িত্ব  কার ছিল?   
উত্তর-
১০। পাকিস্তানি সৈন্যরা কবে, কখন রাস্তায় নেমে আসে,?   
উত্তর-
১১। প্রথম আক্রমণের শিকার হয় কোন এলাকার বাঙালিরা?   
উত্তর-
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন আক্রমণ চালানো হয়?    
উত্তর-
১৩। ইকবাল হলের বর্তমান নাম কী?  
উত্তর-
১৪। ঢাকা হলের বর্তমান নাম কী?  
উত্তর-
১৫। মার্চের গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত জন শিক্ষক নিহত হন?    
উত্তর-
১৬। ২৫ শে মার্চ রাতে ঢাকায় কত লোক নিহত হয়েছিল?   
উত্তর-
১৭। পাকিস্তানি বাহিনী সেই রাতে কোথায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে?   
উত্তর-
১৮। বঙ্গবন্ধু কবে গ্রেফতার হন?  
উত্তর-
১৯। বঙ্গবন্ধু কোথা থেকে গ্রেফতার হন?  
উত্তর-
২০। বঙ্গবন্ধু গ্রেফতারের পূর্বে দেশবাসীকে কিসের আহবান জানান?
উত্তর-
Previous Post Next Post

نموذج الاتصال