১. সন্ধি বিচ্ছেদ কর:
সচ্চরিত্র ।
সিংহ।
হিতাহিত।
নিশ্চয়।
মনোযোগ।
২. প্রবাদ গুলোর অর্থ লিখুন:
কান ভারী করা।
কাপুড়ে বাবু।
খামকাজ।
খেজুর আলাপ।
খিচুড়ি পাকানো।
৩. ব্যাসবাক্যসহ সমাস নির্নয় কর:
উপগ্রহ।
অনুতাপ।
কালসাপ।
নির্জল।
গরমিল।
৪. এক কথায় প্রকাশ করুন:
যে দার পরিগ্রহ করেনি।
যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে।
সকলের জন্য অনুষ্ঠিত।
যে নারীর বিয়ে হয়েছে।
মর্মকে পীড়া দেয় যা।
৫. বিপরীত শব্দ লিখুন:
গৃহী।
মুখ্য
ভূত।
আবিভার্ব।
নিরর্থক।
৬.বিভক্তিসহ কারক নির্নয় কর:
ছেলেরা ক্রিকেট খেলে।
জল পড়ে পাতা নড়ে।
জলে কমির থাকে।
গল্পটা সবাই জানে।
গাড়ি ঢাকা ছাড়ল।
7.Fill in the blanks with preposition:-
He is senior - me.
The Frog Jumped – the wall.
Put some sugar – the tea.
He left - home.
The police fired – the mob.
8. Fill in the gaps with right form of
verbs.
It is time we – (go) to the field.
The pen was – (broke).
I am used to –(work) hard.
One Should – (care) of one’s health.
I wish I – (sing) a song.
9. Write the correct spelling:
Leftcnet.
Dilema.
Misseleneous.
Narvour.
Dynosor.
10. Make sentence with meaning.
Aware of
At the outset
At the behalf of .
At the Advent of.
At the Eleventh hour.
11. Translation into English:
জ্ঞান আলোর মত।
সকাল হতে বৃষ্টি হচ্ছে।
সে সকাল সাতটায় ঘুম থেকে ওঠে।
ঢাকা একটি জনবহুল শহর।
লোকটি তিন দিন যাবৎ অসুস্থ।
১২. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন:—
বাংলাদেশ প্রথম কোন আন্তর্জার্তিক সংস্থার সদস্যপদ লাভ করেন?
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
প্রথম পতাকা উত্তেলন করা হয় কখন?
সর্বশেষ বীরশ্রেষ্ঠ শহীদের নাম কী?
২০২৪ সালের ছাত্র আন্দোলনের প্রথম শহীদ কে এবং কবে শহীদ হয়েছেন?
অন্তর্বতীর্কালীন সরকারের নারী
উপদেষ্টা কতজন?
অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন?
বাংলাদেশ সর্বশেষ টেষ্ট সিরিজ জয় করে কোন দেশের সাথে?
ঢাকা বিশ্বিবদ্যালয়ের বর্তমান ভিসি কে এবং কততম?
ভারতের কোন বাধ খুলে দেওয়ায় ফেনীতে বন্যা হয়েছে?
১৩. উৎপাদকে বিশ্লেষণ করুন:
3(a2+2a)2–22(a2+2a)+ 40.
x2+(3a+4b)x+(2a2+5a+3b2)
a2+2ab-2b-1.
x3+6x2y+11xy2+6y3
2bd-a2-c2+b2+d2+2ac.
ab(px+qy)+a2qx+b2py.