সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ বিষয়াবলী

১. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দুরে পশুর নদীর তীরে অবস্থিত।
২. পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২৬ নভেম্বর ২০১৪
৩. এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত দুরত্ব ২১.২৬ কি.মি.
৪. পদ্মা সেতু উদ্বোধন করা হয় ২৫ জুন ২০২২
৫. পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় ২১ মার্চ ২০২২
৬. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি আন্দারমনিক নদীর তীরে অবস্থিত।
০.৬২১ কি.মি.
১০. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে ২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষরেখা বা কর্কটন্কান্তি রেখা এবং ৯০ ডিগ্রী পুর্ব দ্রাঘিমা রেখা।


১১. পশ্চিমবঙ্গ -কলকাতা,মেঘালয় -শিলং,আসাম _দিসপুর, বিপুরা-আগরতলা,মিজোরাম -আইজল।
১২. বাংলাদেশের সর্ব উত্তরে-পঞ্চগড়,বাংলা বান্দা,তেতুলিয়া। সর্বদক্ষিণে-কক্মবাজার,টেকনাফ,ছেড়া দ্বীপ
সব্বপূর্বে-বান্দরবান,থানচিআখাইঠং | সর্ব পস্চিমে- চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ,মনাকষা।
১৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন।
১৪. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল ৫১ টি এবং ছিটমহুল গুলো ছিল কুচবিহারে।
১৫. বাংলাদেশের শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল, বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর।
১৬. বাংলাদেশের শীতলতম জেলা সিলেট এবং বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী
১৭. বন্গবন্ধ স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করা হয় ১২ মে ২০১৮
১৮. আইনই আকবরী গ্রন্থ রচনা করেছেন আবুল ফজল।
১৯. সন্কেটিস - প্লেটো - ত্যারিষ্টটল - আলেকজান্ডার। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার জাতিতে ছিলেন গ্রীক | বেবীলনে তার মৃত্যু হয় তিনি সিন্ধ নদীর তীর পর্যন্ত অগ্রসর হন।
২০. প্রথম চীনা পরিব্রাজক ফাহিয়েন গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন।
২১. পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম হুল নালন্দা বিশ্বাবিদ্যালয়।
** মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রপুপ্ত মৌর্য, সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের, গুষ্ঠ যুগ ভারতের স্বর্ণযুগ | ফাহিয়েন আসেন গুপ্ত যুগে, বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক, গোপাল প্রথম পাল বংশ প্রতিষ্ঠা করেন এবং বংশানুক্তমিক শাসন শুরু করেন, বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ। ইবনে বতুতা ফখরুদ্দীন মোবারক শাহ এর আমলে বাংলায় আসেন আর শামসুদ্দিন ইলিয়াস সাহের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বান্গালাহ নামে পরিচিত হয়।
২২. গ্রান্ড ট্রাংক রোড নির্মাণ করেন কে-শেরশাহ।
২৩. ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে।
২৪. বাংলার প্রথম সুবেদার ছিলেন ইসলাম খান | ইসলাম খান প্রথম ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং ঢাকার নাম রাখেন সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর।
* বাবর-হুমায়ুন-আকবর-জাহা্সীর-শাজাহান-আরজজেব-বাহাদুর শাহ।

২৫. ঢাকার ধোলাইখাল খনন করেন ইসলাম খান।
২৬. ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা।
২৭. ঢাকার বিখ্যাত ছোট কাটরা, লালবাগ কেল্লা ও সাত গম্বুজ মসজিদ নির্মাণ শায়েস্তা খান।
২৮. ঢাকার বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা।
২৯. পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে।
৩০. আকবর ১৩বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন।
৩১. সিরাজউদ্দৌলা ২৩ বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন।
৩২. আইনি আকবরি গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
Clicky