ধ্বনিতত্ত্ব (Phonology) || বাংলা ২য় পত্র


ধ্বনিতত্ত্ব

ধ্বনিতত্ত্ব (ইংরেজি: Phonology) ভাষাবিজ্ঞানের একটি শাখা যেখানে কোন নির্দিষ্ট ভাষার ধ্বনি-ব্যবস্থা আলোচিত হয়। এতে বাক ইন্দ্রিয়ের মাধ্যমে সৃজিত ধ্বনির ভৌত উৎপাদন ও অনুধাবন নিয়ে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হল একটি ভাষার স্বলক্ষণযুক্ত (distinctive) পৃথক পৃথক ধ্বনি-এককগুলি বের করা ।

বর্ণ

পূর্ণমাত্রা

অর্ধমাত্রা

মাত্রাহীন

মোট

স্বরবর্ণ

০৬

০১

০৪

১১

ব্যঞ্জনবর্ণ

২৬

০৭

০৬

৩৯

মোট

৩২

০৮

১০

৫০


১। রবীন্দ্রনাথ – এ মোট কয়টি অক্ষর আছে?
(ক) ৫ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৭

২। নবজিৎ – এ মোট কয়টি অক্ষর আছে?
(ক) ৫ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৭

৩। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি আছে?
(ক) ২০ (খ) ৩২ (গ) ৩০ (ঘ) ৩৪

৪। বাংলা বর্ণমালায় অর্ধ-মাত্রার বর্ণ কয়টি আছে?
(ক) ৫টি (খ) ৮ টি (গ) ৭টি (ঘ) ১০টি

৫। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি আছে?
(ক) ৭টি (খ) ১০টি (গ) ৮ টি (ঘ) ১৯টি

৬। বাংলা বর্ণমালা কয়টি?
(ক) ৫০টি (খ) ৩৯টি (গ) ৪১টি (ঘ) ৫৯টি

৭। ভাষার ক্ষুদ্রতম একক কী?
(ক) বর্ণ (খ) শব্দ (গ) ধ্বনি (ঘ) অক্ষর

৮। বাংলা বর্ণমালার উৎস কী ?
(ক) খরাষ্ঠি লিপি (খ) ব্রাহ্মিলিপি (গ) তাম্রলিপি (ঘ) কোনটি ও না।

৯) ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
(ক) বর্ণ (খ) চিহ্ন (গ) বর্ণমালা (ঘ) অক্ষর

১০। বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ কয়টি?
(ক) ৩২টি (খ) ৭টি (গ) ১১টি (ঘ) ৮টি

১১। ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে?
(ক) স্বরতন্ত্রীর দ্বারা (খ) ঠোঁটের দ্বারা (গ) মুখবিবরের দ্বারা (ঘ) বাগযন্ত্রের দ্বারা

১২। মৌলিক স্বরধ্বনি কয়টি?
(ক) ৩টি (খ) ৭টি (গ) আ (ঘ) ৫টি

১৩) নিচের কোনটি মৌলিক স্বরধ্বনির চিহ্ন?
(ক) উ (খ) ঊ (গ) ও (ঘ) ঐ

১৪) নিচের কোন দুটি স্বরধ্বনি নয়?
(ক) ঐ, অ (খ) আ, ঔ (গ) ই, ঔ (ঘ) ঐ, ঔ

১৫) ’ঔ’কোন ধরণের স্বরধ্বনি ?
(ক) যৌগিক স্বরধ্বনি (খ) তালব্য স্বরধ্বনি (গ) মিলিত স্বরধ্বনি (ঘ) কোনটিই নয়

১৬। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি?
(ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬ টি

১৭) ভাষার মূল উপকরণ কোনটি?
(ক) বর্ণ (খ) চিহ্ন (গ) বাক্য (ঘ) শব্দ

১৮) ভাষার মূল উপাদান কোনটি?
(ক) বর্ণ (খ) ধ্বনি (গ) ক ও খ (ঘ) শব্দ

১৯) ভাষার বৃহত্তম একক কোনটি?
(ক) বর্ণ (খ) ধ্বনি (গ) বাক্য (ঘ) শব্দ

২০) বাক্যের মূল উপকরণ কোনটি?
(ক) বর্ণ (খ) চিহ্ন (গ) বাক্য (ঘ) শব্দ

২১) প্রথম কোন বাঙ্গালী বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ?
(ক) রাজা রামমোহন রায় (খ) ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর
(গ) সুনীতি কুমার চট্রোপাধ্যায় (ঘ) বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

২২) Morphology – এর বঙ্গানুবাদ হল-
(ক) ধ্বনিতত্ব          (খ) রুপতত্ত্ব           (গ) বাক্যতত্ত্ব         (ঘ) অর্থতত্ত্ব

২৩) রুপতত্ত্বের অপর নাম কী ?
(ক) ধ্বনিতত্ব         (খ) পদক্রম            (গ) বাক্যতত্ত্ব         (ঘ) শব্দতত্ত্ব

২৪) বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
(ক) সন্ধি (খ) সমাস (গ) কারক (ঘ) প্রত্যয়

২৫) ’ণ-ত্ব ও ষ-ত্ব’ বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
(ক) ধ্বনিতত্ব      (খ) অভিধান তত্ত্ব        (গ) বাক্যতত্ত্ব              (ঘ) শব্দতত্ত্ব

২৬) ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
(ক) ধ্বনিতত্ব (খ) অভিধান তত্ত্ব            (গ) বাক্যতত্ত্ব             (ঘ) শব্দতত্ত্ব

২৭)’ প্রকৃতি ও প্রত্যয় ‘ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
(ক) ধ্বনিতত্ব (খ) অভিধান তত্ত্ব        (গ) বাক্যতত্ত্ব (ঘ) রূপতত্ত্বে

২৮)’ বাগধারা’ ‘ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
(ক) ধ্বনিতত্ব (খ) অর্থতত্ত্ব            (গ) বাক্যতত্ত্ব (ঘ) রূপতত্ত্ব

২৯) ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি ?
(ক) ধ্বনিতত্ব (খ) ) রূপতত্ত্ব            (গ) বাক্যতত্ত্ব (ঘ ) অর্থতত্ত্ব

৩০) ‘ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ব (খ) ) রূপতত্ত্বে        (গ) বাক্যতত্ত্ব (ঘ ) ছন্দতত্ত্বে

৩১) কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
(ক) ধ্বনিতত্ব (খ) ) রূপতত্ত্ব        (গ) বাক্যতত্ত্ব (ঘ ) ভাষাতত্ত্ব

৩২) Philology এর পরিভাষা কোনটি?
(ক) দর্শণবিদ্যা (খ) ) ভাষাবিদ্যা        (গ) মনোবিদ্যা (ঘ ) ধ্বনিবিদ্যা

৩৩) বাংলা ব্যাকরণের রুপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
(ক) ধ্বনি (খ) ) বিরামচিহ্ন        (গ) প্রত্যয় (ঘ ) পদক্রম

৩৪) ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথ ব্যবহারের বিদানকেই বলা হয়-
(ক) রসতত্ত্ব (খ) ) রূপতত্ত্ব        (গ) বাক্যতত্ত্ব (ঘ ) ক্রিয়ার কাল

৩৫) ‘লেক্সেকোগ্রাফি’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?
(ক) রসতত্ত্ব (খ) ) রূপতত্ত্ব        (গ) বাক্যতত্ত্ব (ঘ ) অভিধানত্ত্ব

৩৬) রুপতত্ত্বের অর্ন্তবূক্ত কোনটি?
(ক) প্রতিশব্দ (খ) ) বাগধারা        (গ) উক্তি (ঘ ) ক্রিয়াবিশেষণ

৩৭) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় -
(ক) ফলা (খ) ) কার        (গ) অক্ষর (ঘ ) বর্ণ

৩৮) স্বরবর্ণের কার চিহ্ন কয়টি?
(ক) ৮টি (খ) ) ১০টি (গ) ১২টি (ঘ) ৬টি

৩৯) কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
(ক) অ (খ) আ (গ) ই (ঘ) ঈ

৪০) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
(ক) কার (খ) অর্ধরূপ (গ) অপূর্ণরূপ (ঘ) ফলা

৪১) ব্যঞ্জনবর্ণের ফলা-চিহ্ন কয়টি?
(ক) ৫টি (খ) ৬টি (গ) ৭টি ( ঘ) ৮টি

৪২) বাংলা ভাষার কোন রীতি বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের অনুপযোগী?
(ক) সাধু রীতি (খ) আঞ্চলিক রীতি (গ) চলিত রীতি (ঘ) কথ্য রীতি

৪৩) সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
(ক) তৎসম (খ) দেশি (গ) বিদেশি (ঘ) তদ্ভব

৪৫) ব্যঞ্জনধ্বনি কয়টি ?
(ক) ২৫টি (খ) ১৬টি (গ) ৩০টি ( ঘ) ৩৯টি

৪৬) বর্গীয় বর্ণ কয়টি ?
(ক) ২৫টি (খ) ১৬টি (গ) ৩০টি ( ঘ) ৩৯টি

৪৭) স্পর্শবর্ণ কয়টি ?
(ক) ২৫টি (খ) ২৬টি (গ) ৩০টি ( ঘ) ৫০টি

৪৮) বাংলা বর্ণমালায় ধ্বনির সংখ্যা কয়টি ?
(ক) ৩৯টি (খ) ৩২টি (গ) ৪২টি ( ঘ) ৪১টি

===========================================
সঠিক উত্তরঃ

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

 

 

 

 

 

 

 

 

 

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

 

 

 

 

 

 

 

 

 

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

৩০

 

 

 

 

 

 

 

 

 

 

৩১

৩২

৩৩

৩৪

৩৫

৩৬

৩৭

৩৮

৩৯

৪০

 

 

 

 

 

 

 

 

 

 

৪১

৪২

৪৩

৪৪

৪৫

৪৬

৪৭

৪৮

=

=

 

 

 

 

 

 

 

 

=

=


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
Clicky