বাংলা ১ম পত্র (নবম-দশম শ্রেণি) - সুভা (রবীন্দ্রনাথ ঠাকুর)

 সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ ইং)

মেয়েটির নাম যখন সুভাষিণী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড়ো বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোটো মেয়েটির নাম সুভাষিণী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে।

দস্তুরমত অনুসন্ধান ও অর্থব্যয়ে বড়ো দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, এখন ছোটোটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে।

.......  .......   .........





নবম-দশম/এস. এস. সি. বাংলা সাজেশন, মডেল প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এখনি ডাউনলোড করুন। 

গল্পঃ সুভা

লেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুর

জন্মঃ ৭ই মে, ১৮৬১ ইং (২৫ শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ)

মৃত্যুঃ ৭ই আগস্ট, ১৯৪১ ইং (২২ শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)

সুভা গল্প থেকে বিগত সালের ২০টি বহুনির্বাচনী প্রশ্ন (পিডিএফ) ডাউনলোড করুন।

Download

 সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর, সাজেশন পেতে সবসময় সাথেই থাকুন।

 

 www.academic-care.blogspot.com

Previous Post Next Post

نموذج الاتصال