বাংলা ১ম পত্র (নবম-দশম শ্রেণি) - সুভা (রবীন্দ্রনাথ ঠাকুর)
byMd Amir Hossain-
0
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ ইং)
মেয়েটির নাম যখন সুভাষিণী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড়ো বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোটো মেয়েটির নাম সুভাষিণী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে।
দস্তুরমত অনুসন্ধান ও অর্থব্যয়ে বড়ো দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, এখন ছোটোটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে।
....... ....... .........
নবম-দশম/এস. এস. সি. বাংলা সাজেশন, মডেল প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এখনি ডাউনলোড করুন।