গতকাল শনিবার ৪ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে একটি কলার আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কিভাবে আগুন লাগলো ও এতে হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য দিতে পারেননি তিনি।
শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ১১টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাস্তাঘাট ফাকা ও জনমানুষের ভিড় না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছতে কোন সমস্যা হয়নি। ফলে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রনে চলে আসে।
Tags
দেশের সংবাদ