বাঙালি নারী মাত্রই পছন্দ করেন লম্বা চুল। ইদানীং ছেলেরাও খুব লম্বা না হলেও মাঝারি লম্বা চুল রাখতে পছন্দ করছেন। চুল লম্বা করতে অনেক চেষ্টা করছেন কিন্তু বৃদ্ধি আপনার মন মতো হচ্ছেনা। কিছু উপায় আছে যা জানা থাকলে আপনার চুল দ্রুত লম্বা হবে।
চুল দ্রুত লম্বা করার উপায়ঃ
১) সারাদিনের কাজের শেষে বাসায় ফিরতে যত রাতই হোক না কেন চুল না আঁচড়ে ঘুমাতে যাবেন না। চুলে যত বেশি ব্রাশ করবেন তত বেশি তাড়াতাড়ি বাড়ে।
২) শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। কারণ অনেক সময় চুলের ডগা ফেটে যায়। তাই যদি ঠিক মতো চুলে কন্ডিশনার ব্যবহার করেন, দেখবে চুলের ডগাটাও ফেটে যাচ্ছে না, চুলকে বাড়তে সহায়তা করছে।
৩) চুলের জন্য সবসময় ভালো নারিকেল তেল পছন্দ করবেন। যদি সপ্তাহে অন্তত একদিন স্ক্যাল্পে গরম নারিকেল তেল ম্যাসাজ করতে পারেন, তাহলে তা অনায়াসে চুলের স্বাভাবিক গ্রোথকে বাড়ায়।
৪) চুলের জন্য ডিমের মাস্ক ব্যবহার করতে পারেন। যেটা চুলকে পুষ্টি যোগাবে। চুলের স্বাস্থ্য ভালো হলে চুল বাড়ে আরও দ্রুত।
৫) গোসল করে উঠে ভেজা চুল আঁচড়ানোর অভ্যাস আছে? এ বদ অভ্যাসটি থাকলে তাড়াতাড়ি বদলান। কেননা, এতে চুল পড়ার আশঙ্কা থাকে। একইভাবে চুলে ভেজা তোয়ালে জড়িয়ে রাখবেন না।
৬) অ্যালোভেরা মাস্কও চুলের জন্য ভীষণ ভালো, এতে চুলের গোড়া মজবুত হয়, চুল বৃদ্ধিতে সহায়তা করে।
৭) আপনি সব সময় চেষ্টা করুন চুলে হারবাল তেল বা শেম্পু ব্যবহার করতে।
যদি আপনার শরীরে আর কোন রোগ বা সমস্যা না থাকে তা হলে আপনি নিয়মিত ভিটামিন ই জাতীয় কিছু ঔষধ খেতে পারেন। আর সাথে কালোজিরা তেলও ব্যবহার করতে পারেন।
এ প্রাকটিসগুলো আপনি করলে আশা করা যায়, আপনি নজরকাড়া চুলের অধিকারী হয়ে যাবেন। শুরু করেই দেখুন, যদি সুফল পান চালিয়ে যান, আর ভালো না লাগলে ইগনর করুন।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Tags
বিউটি টিপস