মানুষের জীবন যখন অসহায় || When human life is helpless




কান্না চোখে বস্তা হাতে এই ছেলেটিরও একটি পরিবার আছে। তার এই কান্না করার পিছনের কথা গুলো শুনলে আমার মতো আপনিও চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমরা যখন কমলাপুরের বস্তিতে খাবার বিতরণ করছিলাম তখনি এই ছেলেটি এসে বলল - ভাইয়া আমারে একটা বস্তা দেননা, আমি কমলাপুর স্টেশনে কুলির কাজ করি কিন্তু আজকে ১টা কাজও পাইনাই,বাসায় আমার ছোট দুই ভাই-বোন আর মা আছে। ছেলেটি তার বাবার কথা বলছিল না। 

আমি ভাবলাম তার বাবা হয়ত কাজ করে, সে জন্য বলে না। তখন আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে? তার উত্তর শুনে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। শুধু গাল বেয়ে পানি পড়ছে। ছেলেটি বলল-ভাইয়া আমার বাবা নেই,মা আর ছোট দুই ভাই- বোন আমরা।

তখনি আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল! ঠিক ওর মতো বয়সে আমিও আমার বাবা কে হারিয়েছি। তাই বাবা না থাকলে ১টা পরিবার কিভাবে যে চলে সেই কষ্টটা অন্তত আমি বুঝি। তাই আজকে এইটুকু-ই বলব এমনিতেই কারও চোখ দিয়ে পানি আসে না।ছেলেটি খাবারের বস্তাটি পেয়ে খুশিতে কান্না করতে লাগলো। অনেক কষ্টের বিনিময়ে অর্জিত সফলতাই কান্নার বহিঃপ্রকাশ মাত্র।


আমরা তো ঘরে থেকে সবাই নিরাপদে আছি, সবার-ই কিছু না কিছু খাদ্য ও মজুদ আছে। সম্ভব হলে আশেপাশের নিম্ন আয়ের মানুষদের খবর নিন, সাহায্য করুন। আপনার বাসার দারোয়ান, আপনার বুয়া - এই ধরণের নিম্ন আয়ের অনেক মানুষ আছে যারা হয়তো কারো কাছে সাহায্য চাওয়ার মত অবস্থায় ও নেই। তাঁদের খোঁজ নিন প্লিজ। আর কেউ চাইলে অরেঞ্জ আর্মির মত আরও যেই সকল স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান আছে, তাঁদের সাহায্য করুন। যার যা আছে, সেটা আপনি যত সামান্যই মনে করেন না কেন, এগিয়ে আসুন। প্লিজ।
@Orange Army Bd. এর সানাউল্লাহ নুরি নামে একজন স্বেচ্ছাসেবকের লেখা থেকে।

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Previous Post Next Post

نموذج الاتصال