করোনাভাইরাসঃ রোগী শূন্য স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলো || Coronavirus: No patients at Health Complex and Hospitals


করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে আইসোলেশন তৈরি করায় আতঙ্কে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন রোগী শূন্য হয়ে পড়েছে । ৩০ মার্চ সোমবার সকালে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ ও জরুরী বিভাগসহ পুরো হাসপাতাল রোগী শূন্য। শয্যাগুলো পড়ে আছে ফাঁকা।


সকালে রোগী ভর্তি হয়েছে পুরুষ ওয়ার্ডে ৫ জন ও মাহিলা ওয়ার্ডে ৪ জন। তারাও দুপুরের মধ্যে হাসপাতাল ছেড়ে বাসায় যাবেন। হাসপাতালটির এ চিত্রের কারণ করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্ক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে প্রতিদিন ফুলবাড়ীসহ আশপাশের পাঁচটি উপজেলার রোগী আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসেন। বর্তমানে আউটডোরে আসছেন মাত্র ৫০-৬০ জন। এছাড়াও জরুরী বিভাগে রোগী থাকতো ৮০ থেকে ১০০ জন। বর্তমানে ২৫-৩০জন। চলতি মার্চের প্রথম সপ্তাহে আন্তঃবিভাগে রোগী ভর্তি ছিলো ৪০-৪৫ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৯ জন। তার মধ্যে পুরুষ রয়েছেন ৫ জন এবং মহিলা ৪ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুর হোসেন জানান, হাসপাতালের নতুন ভবনের তিন তলায় ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে করোনা সংক্রমিত কোন রোগী নেই। সাধারণ ওয়ার্ডের রোগীরা করোনা আতঙ্কে হাসপাতালে ভর্তি হচ্ছেন না। যে ৯ জন আছেন তারাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com 
Previous Post Next Post

نموذج الاتصال