ভয়াবহ ছোয়াছে এই করোনাভাইরাস প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন এই নির্দেশনায় ৬৫ বছরের বেশি বয়স্কদের এবং শিশুদের ঘর থেকে বাইরে না বেরুনোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশুদের মধ্যে ১০ বছরের কম বয়সি শিশুদের ঘরে থাকতে বলা হয়েছে।
২২ মার্চ রবিবার থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে আন্তর্জাতিক উড়ান। বেসরকারি ক্ষেত্রে 'ওয়ার্ক ফ্রম হোম' চালুর কথাও বলা হয়েছে এই নির্দেশনায়।
নতুন নির্দেশনায় যা বলা হয়েছেঃ
১) ৬৫ বছরের বেশি বয়স্কদের ঘর থেকে বের হওয়া নিষেধ।
২) ১০ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা।
৩) ২২ মার্চ থেকে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হল সমস্ত আন্তর্জাতিক বিমান ওঠানামা।
৪) অন্য দেশ থেকে ভারতে কোন বিমান আসবে না।
৫) রোমে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হবে।
৬) বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ।
৭) রাজ্য সরকারগুলিকে বিষয়টি দেখার নির্দেশ।
৮) কেন্দ্রীয় সরকারের ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করা হচ্ছে।
৯) দেশে গণ সংক্রমণের নজির নেই।
১০) রেলওয়েতে ছাত্র ও রোগী ছাড়া সমস্ত 'কনসেশনাল ট্র্যাভেল' বাতিল। রেল ও বিমানেও এই নিয়ম কার্যকর হবে।
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।Image Source: www.google.com