করোনায় দরিদ্র মানুষের পাশে চিত্রনায়ক সাইমন

করোনায়  দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছেন চিত্র নায়ক সাইমন সাদিক। পোড়ামন ছবির চিত্রনায়ক প্রায় ৫০০ পরিবারকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীকাল  ০১ এপ্রিল বুধবার থেকে ঢাকা ও তার আশেপাশের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করবেন সাইমন। এই উদ্যোগে সাইমনের বন্ধুরাও তার পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানালেন তিনি।

সাইমন বলেন, 'আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার সামর্থ কতটুকু আমি জানি। মন চায় খেটে খাওয়া মানুষদের জন্য অনেক কিছু করি। সাধ আছে, কিন্তু সামর্থ কম। ঐ যে মধ্যবিত্ত, সেখানেই আটকে যাই! আমার যতোটুকু সামর্থ আছে, তাকে পুঁজি করে আমার কাছের কিছু বড় ভাই ও ভাই-বন্ধুদের সহযোগিতায়, আমরা চেষ্টা করেছি কিছু খেটেখাওয়া মানুষকে সহযোগিতা করার। 
 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা বলেন, ' আমার মতো আপনিও হয়তো একা পারবেন না,কিন্তু আপনারও তো কিছু কাছের ভাই,বন্ধু আছেন।যাদের কল্যাণে আমাদের পাশের খেটে খাওয়া মানুষদের অন্তত ৪-৫ দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবারের ব্যাবস্থা হবে। আমার এই ক্ষুদ্র প্রয়াস কে যারা মোটামুটি বড় করতে সাহস দিয়েছেন,তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ।'

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সাইমনঃ-
২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আসেন। ২০১৩ সালে একই পরিচালকের ‘পোড়ামন’ সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নেন। ২০১৮ সালের মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে  শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

এ পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এদিকে করোনা ভাইরাস যাতে আর না ছড়াতে পারে, সে জন্য সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال