পঞ্চম শ্রেণি- বাংলা ১ম পত্রঃ সুন্দরবনের প্রাণী- বহুনির্বাচনি প্রশ্ন উত্তর


সুন্দরবনের প্রাণী,

পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন

 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১.    ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা-
    ১.    ভারত         ২.    বাংলাদেশ        ৩.    অস্ট্রেলিয়া        ৪.    আফ্রিকা
২.    আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়?
    ১.    সিংহ          ২.    হাতি             ৩.    বাঘ                      ৪.    উট
৩.    বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়?
    ১.    সিলেট ও খুলনার                           ২.    ভাওয়াল ও মধুপুরের
    ৩.    রাঙামাটি ও বান্দরবানের               ৪.    উপরের সবখানে
৪.    কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে?
    ১.    ঈগল              ২.    শকুন          ৩.    চিল                   ৪.    কাক
৫.    কোনটার বড় বড় শিং, কোনটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ, প্রাণীটির নাম কী?
    ১.    চিতা বাঘ     ২.    চিত্রা হরিণ     ৩.    ভাল্লুক               ৪.    গণ্ডার
৬)    সুন্দরবনে চিতাবাঘ            
    ক    কখনোই ছিল না                  খ    এখন আর নেই   
    গ    প্রচুর পরিমাণে আছে             ঘ    অল্প কিছু আছে
৭)    শকুন কোন ধরনের খাবারগুলোকে নিজের
    খাবার হিসেবে গ্রহণ করে?           
    ক    মানুষের পছন্দের খাবারগুলোকে   
    খ    মানুষের অপছন্দের খাবারগুলোকে
    গ    মানুষের অনুপযোগী খাবারগুলোকে
    ঘ    মানুষের অপরিচিত খাবারগুলোকে
৮)    শকুনের কোন বিষয়টি অত্যন্ত চিন্তিত হওয়ার মতো?    
    ক    খাদ্যাভ্যাস     খ    আচার-আচরণ         গ    অপকারিতা     ঘ    বিলুপ্তি
৯)    রয়্যাল বেঙ্গল টাইগার কেমন প্রাণী?    
    ক    হিংস্র     খ     গোবেচারা                          গ    নিরীহ             ঘ    অসুন্দর
১০)    সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত?   
    ক    পূর্ব দিকে    খ    পশ্চিম দিকে                গ    উত্তর দিকে        ঘ    দক্ষিণ দিকে
১১)    সুন্দরবনের পাড়ে কী অবস্থিত?   
    ক    জলপ্রপাত      খ    সমুদ্র                      গ    পাহাড়                 ঘ    মরুভ‚মি
১২)    ‘কেওড়া’ কী?    
    ক    সুন্দরবনের প্রাণী       খ    সুন্দরবনের নদী    গ    সুন্দরবনের বৃক্ষ        ঘ    সুন্দরবনের গ্রাম
১৩)    রয়্যাল বেঙ্গল টাইগারের চালচলন কেমন?   
    ক    রাজার মতো             খ    মানুষের মতো        গ    পাখির মতো             ঘ    শিক্ষকের মতো
১৪)    রয়্যাল বেঙ্গল টাইগারকে বিলুপ্তির হাত থেকে
    বাঁচাতে হবে কেন?   
    ক    এটি ভয়ংকর বলে                             খ    এটি অমূল্য সম্পদ বলে
    গ    এটি জীবজন্তু শিকার করে বলে          ঘ    এটি উপকারী প্রাণী বলে
১৫)    সুন্দরবনের অনেক প্রাণী কেন বিলুপ্ত হয়ে গিয়েছে?   
    ক    বাঘের আক্রমণে               খ    প্রাকৃতিক পরিবর্তনের কারণে
    গ    খাদ্যের অভাবে                  ঘ    নতুন প্রাণীর আগমনে
১৬)    বাংলাদেশের নামের সাথে জড়িয়ে আছে কোন প্রাণীর নাম?
    (ক)    শকুন          (খ) রয়্যাল বেঙ্গল টাইগার        (গ)    হরিণ              (ঘ) গণ্ডার
১৭)     ‘স্যাঁতসেঁতে’ শব্দের অর্থ কী?
    (ক)    ভেজাভেজা    (খ)    অস্বাস্থ্যকর                   (গ)    সুস্বাদু             (ঘ)    অপ্রয়োজনীয়
১৬)    ‘রাজকীয়’ শব্দের অর্থ কী?
    (ক)    রাজা সম্বন্ধীয়                        (খ)    প্রাণীর রাজা
    (গ)    রাজার পছন্দ নয় এমন          (ঘ)    রাজারা পোষেন এমন
১৯)    ‘ক্ষ’ বর্ণটি কোন কোন যুক্তবর্ণ নিয়ে গঠিত?
    (ক)    খ + য়               (খ)    ম + ষ                 (গ)    হ + ম                  (ঘ)    ক + ষ
২০)    অনুচ্ছেদটিতে মূলত কিসের কথা বলা হয়েছে?
    (ক)    রয়্যাল বেঙ্গল টাইগারের হিংস্রতার কথা
    (খ)    শকুনের উপকারী ভ‚মিকার কথা
    (গ)    জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা
    (ঘ)    পশুপাখি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা
২১)    ‘প্রচুর’ শব্দের অর্থ কী?
    (ক) অনেক                      (খ) প্রয়োজনের চেয়ে বেশি
    (গ)    খুব কম                   (ঘ)    শূন্য
২২)     সুন্দরবনে কোন প্রাণীটি এখনও রয়েছে?
    (ক)    গণ্ডার                    (খ)    হাতি
    (গ)    হরিণ                    (ঘ)    বুনো শুয়োর
২৩)    ‘বিলুপ্ত’ শব্দের অর্থ কী?
    (ক)    হারিয়ে যাওয়া    
    (খ)    অন্যত্র চলে যাওয়া
    (গ)    বাঘে খেয়ে ফেলা
     (ঘ)    বনের গভীরে চলে যাওয়া
২৪)    মানুষের জন্য ক্ষতিকর আবর্জনা শকুন খাওয়ার ফলে-
    (ক)    তারা বিলুপ্ত হয়ে গেছে        (খ)    পরিবেশ পরিচ্ছন্ন থাকে
    (গ)    তাদের অসুখ হয়                 (ঘ)    মানুষের ক্ষতি হয়
২৫)    অনুচ্ছেদটিতে মূলত কিসের কথা বলা হয়েছে?
    (ক)    বিলুপ্তপ্রায় প্রাণীর কথা            (খ)    প্রাকৃতিক সৌন্দর্যের কথা
    (গ)    জলবায়ু পরিবর্তনের কথা        (ঘ)    ক্ষতিকর প্রাণীর কথা
   
Previous Post Next Post

نموذج الاتصال