কতদিকে কত কারিগর
সৈয়দ শামসুল হকঅনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ৪ কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান
জীবন
চৌধুরী একজন কম্পিউটার প্রশিক্ষক। তিনি বেশ কয়েকটি ব্যাচে কম্পিউটার
প্রশিক্ষণ দেন। এ কাজটি তিনি অত্যন্ত দরদ ও দক্ষতার সাথে করে থাকেন। একটা
ছেলেকে বারবার শিখিয়ে দেওয়া সত্ত্বেও সে যখন কিছুই পারছিল না তখন তিনি
বলেন, আরে বোকা! এটা কী এমন কঠিন কাজ যে এখনো শিখলে না। মনে রেখো ভবিষ্যতে
কম্পিউটারই বিশ্ব শাসন করবে।
ক. ‘সানকি’ শব্দের অর্থ কী? ১
খ. পাল মশাইয়ের দৃষ্টিতে রবীন্দ্রনাথের পরিচয় কীভাবে উঠে এসেছে? ২
গ. উদ্দীপকের জীবন চৌধুরীর সঙ্গে ‘কতদিকে কত কারিগর’ রচনার কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের শেষোক্ত মন্তব্যটি ‘কতদিকে কত কারিগর’ রচনায় লোকশিল্পের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য? তোমার মতামত দাও। ৪
খ. পাল মশাইয়ের দৃষ্টিতে রবীন্দ্রনাথের পরিচয় কীভাবে উঠে এসেছে? ২
গ. উদ্দীপকের জীবন চৌধুরীর সঙ্গে ‘কতদিকে কত কারিগর’ রচনার কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের শেষোক্ত মন্তব্যটি ‘কতদিকে কত কারিগর’ রচনায় লোকশিল্পের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য? তোমার মতামত দাও। ৪
ক মাটির তৈরি ছোট থালাকে সানকি বলা হয়।
খ পালমশাইয়ের দৃষ্টিতে রবীন্দ্রনাথ বাঙালির হৃদয় জুড়ে আছে, যাঁর ছায়া দেখলেই চেনা যায়।
‘কতদিকে
কত কারিগর’ রচনার লেখক কুমোরপাড়ার পালমশাই এর মাটির পাটার কাজ পরিদর্শন
করেন। সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিও ছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে পালমশাই
লেখককে জানান যে, রবীন্দ্রনাথের দাড়ি দেখেই সবাই তাঁকে চিনতে পারে।
প্রতিকৃতি নির্মাণে তাঁর দাড়িও যেন যথাযথ হয়, তাই তাঁকে খেয়াল রাখতে হয় এ
বিষয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর সর্দার পালমশাইয়ের দৃষ্টিতে
এভাবেই উচ্চ আসন লাভ করেছেন।
ঢপষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে-
গ উদ্দীপকের জীবন চৌধুরীর সাথে পাঠ্যপুস্তকের পাল মশাইয়ের চরিত্রের সাদৃশ্য তুলে ধরতে হবে।
ঘ কম্পিউটার ও লোকশিল্পের প্রায়োগিক দিক সম্পর্কে গঠনমূলক আলোচনা করতে হবে।
প্রশ্ন- ৫ কুমোরদের কারিগরি দক্ষতা
এদেশে মাটির তৈরি
হাঁড়ি-পাতিল বানায় কুমোররা। চাকায় মাটির দলা লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নানাসব
মাটির জিনিস গড়ে। তারপর তুলি দিয়ে তার গায়ে এঁকে দেয় ফুল, পাতা, হাতি, ঘোড়া
আরো কত রঙের ছবি। কুমোররা না থাকলে ওইসব মাটির জিনিস আজ আর পাওয়া যেত না।
এজন্য কুমোরের কারিগরি দক্ষতা প্রশংসনীয়।
ক. কারিগররা সবার উপরে স্থান দেয় কাকে? ১
খ. পাল মশাইয়ের কাজের মধ্যে কীভাবে বাংলা লোকসাহিত্যের বিষয় স্থান পেয়েছে? ২
গ. উদ্দীপকে তোমার পঠিত কোন রচনার বিষয় উঠে এসেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. কুমোরদের কারিগরি দক্ষতা প্রশংসনীয় উদ্দীপক ও ‘কতদিকে কত কারিগর’ রচনার আলোকে বিশ্লেষণ কর। ৪
খ. পাল মশাইয়ের কাজের মধ্যে কীভাবে বাংলা লোকসাহিত্যের বিষয় স্থান পেয়েছে? ২
গ. উদ্দীপকে তোমার পঠিত কোন রচনার বিষয় উঠে এসেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. কুমোরদের কারিগরি দক্ষতা প্রশংসনীয় উদ্দীপক ও ‘কতদিকে কত কারিগর’ রচনার আলোকে বিশ্লেষণ কর। ৪
ক কারিগররা সবার উপরে স্থান দেয় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে।
খ মাটির পাটায় বাংলার লোককাহিনির নায়ক চান্দ সওদাগরের প্রতিকৃতি নির্মাণ করেছেন পালমশাই।
পূর্বের
দিন আর এখন নেই। এখন কুমোররা মাটির তৈজসপত্রই শুধু বানায় না, পাশাপাশি
ইতিহাস-ঐতিহ্যের নানা বিষয় ঠাঁই দেয় তাদের কাজে। মাটির পাটায় বিভিন্ন মহৎ
ব্যক্তির প্রতিকৃতি নির্মাণ করেন। এভাবে বাংলা লোকসাহিত্যের নায়ক চান্দ
সওদাগরের প্রতিকৃতিও তাঁরা নির্মাণ করেন। তাই চিরজীবী এসব লোকসাহিত্যের
বিষয় নির্বাচন করে কুমোররা তাদের কাজের চাহিদা বাড়ায়।
ঢপষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে-
গ উদ্দীপকের কুমোরদের কর্মের সাথে ‘কতদিকে কত কারিগর’ গল্পের সাদৃশ্যপূর্ণ আলোচনা করতে হবে।
ঘ লোকশিল্পের ঐতিহ্য রক্ষায় কারিগরদের দক্ষতার বিষয়টি উদ্দীপক ও ‘কতদিকে কত কারিগর’ রচনার আলোকে বিশ্লেষণ করতে হবে।
প্রশ্ন- ৬ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা
ক. কোথায় অবিশ্বাস্য ঝিমধরা নীরবতা বিরাজ করে? ১
খ. মাটির পাটার কাজ ভালো বিক্রি হয় কেন? ২
গ. উদ্দীপকের দুজন ব্যক্তি প্রসঙ্গ তোমার পাঠ্য কোন রচনায় বর্ণিত হয়েছে- ব্যাখ্যা কর। ৩
ঘ. শেখ মুজিবের ছবি সবার উপরে স্থান দেয়ার কারণ উক্ত রচনার আলোকে বিশ্লেষণ কর। ৪
ক কুমোরপাড়ায় অবিশ্বাস্য ঝিমধরা নীরবতা বিরাজ করে।
খ সহজলভ্য হওয়ায় মাটির পাটার কাজ ভালো বিক্রি হয়।
কুমোররা
হাঁড়ি, পাতিল, সরা, শানকি তৈরি করার পাশাপাশি করে মাটির পাটার কাজ। এসব
কাজে ফুটে ওঠে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির নানা অনুষঙ্গ। মহৎ
ব্যক্তিদের প্রতিকৃতি তৈরিও হয় অনেক সময়। তবে এ কাজগুলো দামে খুবই সস্তা। এ
কারণে মানুষ সস্তায় ঘর সাজাবার জন্য এগুলো ক্রয় করে। এ কাজের চাহিদা থাকায়
বিক্রিও তাই ভালো হয়।
ঢপষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে-
গ ‘কতদিকে কত কারিগর’ রচনায় বঙ্গবন্ধু ও লালন সম্পর্কে আলোচনা করা হয়েছে সে বিষয়টি তুলে ধরতে হবে।
ঘ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জনক হওয়ায় তাঁর ছবি উপরে রাখা হয়েছে সে বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরতে হবে।
Photo source by Google