অধ্যায়: ৫
প্রশ্নোত্তর
জনসংখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
০১। পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর।
উত্তর: পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব নিচে উল্লেখ করা হলোÑ
(র) পরিবারে সদস্যসংখ্যা অধিক হলে সকল সদস্য তাদের চাহিদামতো পুষ্টিকর খাদ্য পায় না।
(রর) পরিবারে সদস্যসংখ্যা অধিক হলে পরিবারের সকল সদস্য প্রয়োজনীয় পরিধেয় কাপড় কিনতে পারে না।
(ররর) পরিবারে সদস্যসংখ্যা অধিক হলে বাসস্থানের অভাবে নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত হয়।
০২। সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর।
উত্তর: সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব নিচে উল্লেখ করা হলোÑ
(র) কোনো সমাজে জনসংখ্যা অধিক হলে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা উপকরণের সুবিধা থেকে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ বঞ্চিত হয়।
(রর) কোনো সমাজে জনসংখ্যা অধিক হলে অনেক মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়।
(ররর) অতিরিক্ত জনসংখ্যা আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব ফেলে।
০৩। জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখ।
উত্তর: জনসংখা সমস্যার তিনটি সমাধান নিচে উল্লেখ করা হলোÑ
(র) শিক্ষা: শিক্ষার বিস্তার ঘটলে জনগণ সচেতন হবে। ফলে জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে।
(রর) খাদ্য: খাদ্যের উৎপাদন বাড়াতে হবে।
(ররর) বাসস্থান: গৃহ নির্মাণে সরকারি সাহায্য বাড়াতে হবে।
অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:
০১। কী কী সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা যায়?
উত্তর: উপযুক্ত খাদ্য ও পুষ্টি, পরিবেশসম্মত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায়।
০২। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান তিনটি।
০৩। জনসম্পদ কাকে বলে?
উত্তর: কোনো দেশের যে পরিমাণ শ্রমশক্তি রয়েছে, সে শ্রমশক্তিকে ঐ দেশের জনসম্পদ বলে।
০৪। মানব সম্পদ উন্নয়নে মূল উপাদান কোনটি?
উত্তর: মানব সম্পদ উন্নয়নে মূল উপাদান হলো শিক্ষা।
০৫। বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত জনগোষ্ঠীর বাসস্থান দেওয়া সম্ভব হচ্ছে না কেন?
উত্তর: সম্পদের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত জনগোষ্ঠীর বাসস্থান দেওয়া সম্ভব হচ্ছে না।
০৬। বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ার অন্যতম কারণ কী?
উত্তর: বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ার অন্যতম প্রধান কারণ হলো অতিরিক্ত জনসংখ্যা।
০৭। অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করলে কী লাভ হবে?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
০৮। খাদ্যের অভাব দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কিরূপ প্রভাব ফেলে?
উত্তর: খাদ্যের অভাবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পুষ্টিহীনতা বা অপুষ্টি দেখা দেয়।
০৯। মানুষের মৌলিক চাহিদাগুলোর নাম লেখ।
উত্তর: মানুষের মৌলিক চাহিদাগুলো হলোÑ
(র) খাদ্য,
(রর) বস্ত্র
(ররর) বাসস্থান,
(রা) শিক্ষা এবং
(া) চিকিৎসা
১০। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় কত লক্ষ মানুষ গৃহহীন?
উত্তর: জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন।
১১। বাংলাদেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের কারণে বাংলাদেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।
১২। কিসের অভাবে শিশুরা বিদ্যালযে যেতে চায় না?
উত্তর: উপযুক্ত পোশাকের অভাবে শিশুরা বিদ্যালয়ে যেতে চায় না।
১৩। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান উপাদান কী কী?
উত্তর: কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান উপাদান তিনটি যথাÑ জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও মূলধন।
১৪। জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সর্বপ্রথম কী করতে হবে?
উত্তর: জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হলে সর্বপ্রথম সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে।
১৫। কিসের মাধ্যমে বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ রয়েছে?
উত্তর: দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ রয়েছে।
১৬। কী কী সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা যায়?
উত্তর: উপযুক্ত খাদ্য ও পুষ্টি, পরিবেশসম্মত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা যায়।
১৭। বাংলাদেশের অর্থনেতিক উন্নয়নের একটি উপাদানের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি উপাদান হলো দক্ষ মানবসম্পদ।
১৮। মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান কী?
উত্তর: মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান হলো শিক্ষা।
১৯। শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য কোন দরনের শিক্ষার প্রয়োজন?
উত্তর: শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি শিক্ষার প্রয়োজন।
২০। অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন উপাদান বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে রয়েছে?
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উপাদান প্রাকৃতিক ও মানব সম্পদ বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে রয়েছে।
২১। জনসম্পদ উন্নয়নের উপাদান কয়টি?
উত্তর: জনসম্পদ উন্নয়নের উপাদান তিনটি।
২২। কীভাবে বাংলাদেশের জনসম্পদ উন্নত হবে ও বেকার সমস্যার সমাধান হবে?
উত্তর: শ্রমের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের জনসম্পদ উন্নত হবে ও বেকার সমস্যার সমাধান হবে।
২৩। প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য কী প্রয়োজন?
উত্তর: প্রাকৃতিক সম্পদ ও মূলদনকে কাজে লাগানোর জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন।
২৪। বাংলাদেশে চিরচেনা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ঘটছে কেন?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটছে।
২৫। মানুষের দুটি মৌলিক চাহিদার নাম লেখ।
উত্তর: মানুষের দুটি মৌলিক াহিদা হলোÑ
(র) খাদ্য ও
(রর) বস্ত্র
২৬। কোথায় দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা রয়েছে?
উত্তর: পৃথিবীর বহু উন্নত দেশে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে।
২৭। দক্ষ জনশক্তি বিদেশ থেকে কী আনতে পারে?
উত্তর: দক্ষ জনশক্তি বিদেশ থেকে কাক্সিক্ষত বৈদেশিক মুদ্রা আনতে পারে।
বর্ণনামূলক প্রশ্নোত্তর:
০১। অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে?
উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কয়েক বছর আগেও আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না। প্রায় ২৫ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। তবে অতিরিক্ত জনসংখ্যা কারণে বসতি স্থাপনের জন্য কৃষি জমির পরিমাণে কমে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, তা না হলে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হবে। এতে আমাদের জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পক্ষান্তরে, আমরা যদি অধিক খাদ্য উৎপাদন করতে পারি, তাহলে আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে পারব। এতে শুধু দেশের কৃষকই লাভবান হবেন না, দেশের অর্থনীতিও সামগ্রিকভাবে উপকৃত হবে। আমাদের জাতীয় ও মাথাপিছু আয় বাড়াবে।
০২। শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
উত্তর: বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ। কিন্তু দক্ষ শ্রমশক্তির অভাবে আমরা আমাদের মূলধন ও প্রাকৃতিক সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছি না। অধিকন্তু আমাদের দেশে যে পরিমাণ শ্রমশক্তি রয়েছে, তা মূলধনের অভাবে কাজে লাগাতে পারছি না। ফলে বেকারত্ব বাড়ছে, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা বিভিন্ন উপায়ে উপকৃত হতে পারি। যেমনÑ দক্ষ শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বিদেশে কর্মরত ব্যক্তির উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সহায়তা করবে।
০৩। কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। কারিগরি প্রশিক্ষণ দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করে। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমরা যেমন দক্ষ জনশক্তির মাধ্যমে দেশের মূরধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি, তেমনি তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি।
আমাদের দেশ জনসংখ্যাধিক্যের দেশ। আমাদের দেশের শিল্প বিকাশের সম্ভাবনা থাকা সত্ত্বেও দক্ষ শ্রমশক্তির না থাকায় অনেক ক্ষেত্রে সম্ভবপর হচ্ছেনা। এক্ষেত্রে কারিগারি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা দক্ষ শ্রমশক্তি বৃদ্ধি করে দেশের শিল্প বিকাশে ভূমিকা পালন করতে পারি।
অতিরিক্ত বর্ণনামূলক প্রশ্নোত্তর:
০১। মনে কর, তোমাদের এলাকায় আয়তেরন তুলনায় জনসংখ্যা বেশি। তমি কি মনে কর এ ধরনের জনসংখ্যা তোমাদের এলাকায় বাসস্থানের উপর প্রভাব ফেলবে? বিষয়টি চারটি বাক্যে লেখ।
উত্তর: হ্যা, আমি মনে করি অতিরিক্ত জনসংখ্যা আমাদের এলাকায় বাসস্থানের উপর নেতিকবাচক প্রভাব ফেলবে। নিচে বিষয়টি চারটি বাক্যে তুলে ধরা হলোÑ
(র) অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত বাসস্থান সৃষ্টি করা সম্ভব হচ্ছে না।
(রর) দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা বাসস্থান সংকটের কারণে মানবেতর অবস্থায় বসবাস করছে।
(ররর) কৃষি জমি হ্রাস পাচ্ছে।
(রা) বস্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
০২। তুমি কি মনে কর অতিরিক্ত জনসংখ্যা স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। বিষয়টি সম্পর্কে চারটি বাক্যে লেখ।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, জনসংখ্যার অধিক বৃদ্ধি স্বাস্থ্যসেবার উপর বিরূপ প্রভাব ফেলে। বিষয়টি চারটি বাক্যে বর্ণনা করা হলোÑ
(র) সবাই চিকিৎসা সেবা পায় না।
(রর) সবাই পুষ্টিকর খাবার পায় না।
(ররর) স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না।
(রা) স্বাস্থ্যহীন লোক অর্থনীতিতে উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারে না।
০৩। মনে কর, রোদেলা গৃহীন শিশু। তার মা-বাবা নেই। সে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: রোদেলা যেসব সমস্যার সম্মুখীন হবে তা হলোÑ
(র) পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হবে;
(রর) প্রয়োজনীয় পোশাক পাবে না;
(ররর) শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে;
(রা) নিরাপত্তাহীনতায় তার জীবন কাটবে;
(া) চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হবে।
০৪। মনে কর, তোমাদের এলাকায় অধিকাংশ শিশু বিদ্যালয়ে আসে না। তুমি তোমাদের এলাকার শিশুদের বিদ্যালয়ে আনার জন্য কী করবে পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: শিশুদের বিদ্যালয়ে আনার জন্য আমার করণীয়Ñ
(র) খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করব।
(রর) বিনা বেতনে পাঠদানের ব্যবস্থা করব।
(ররর) বিনামূল্যে পোশাক সরবরাহ করব।
(রা) সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করব এবং
(া) শিক্ষার পরিবেশকে আনন্দঘন করে তুলব।
০৫। ধর, তোমাদের এলাকায় আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এর ফলে রাস্তাঘাটের উপর কী ধরনের প্রভাব পড়বে পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার ফরে রাস্তাঘাটের উপর প্রভাবÑ
(র) অতিরিক্ত জনসংখ্যা চলাচলের ফলে রাস্তাঘাটের উপর চাপের সৃষ্টি হয়।
(রর) যানজট সৃষ্টি হয়।
(ররর) যানবাহনে ভীড় হয়।
(রা) দুর্ঘটনা ঘটে এবং
(া) রাস্তাঘাট নষ্ট হয়ে যায়।
০৬। মাহিনের দেশের জনসংখ্যা অতি দ্রুত হারে বাড়ছে। এ অবস্থায় তার দেশের সরকারকে জনসংখ্যা সমস্যার সমাধানে কী ধরনের পদক্ষেপ নিতে হবে তা পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: মাহিনের দেশে জনসংখ্যা সমস্যার সমাধানে তার দেশের সরকারকে যেসব পদক্ষেপ নিতে হবে তা পাঁচটি বাক্যে উল্লেখ করা হলো:
(র) কৃষি উৎপাদন বাড়াতে হবে।
(রর) পরিবেশ দূষণ রোধ করতে হবে।
(ররর) শিক্ষার হার বাড়াতে হবে।
(রা) শিল্প উৎাদন বৃদ্ধি করতে হবে।
(া) কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।
০৭। অতিরিক্ত জনসংখ্যা কী? জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন কেন? জনসংখ্যা সমস্যা সমাধানের তিনটি উপায় লেখ।
উত্তর: একটি দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে অতিরিক্ত জনসংখ্যা বলে। অর্থনৈতিক উন্নয়নের জন্য জনসংখ্যা সমস্যা সমাধান প্রয়োজন।
জনসংখ্যা সমস্যা সমাধানের তিনটি উপায় হলোÑ
(র) বাল্যবিবাহ রোধ;
(রর) সচেতনতা সৃষ্টি;
(ররর) কর্মসংস্থান বৃদ্ধি।
০৮। খাদ্যের উপর জনসংখ্যা বৃদ্ধির পঁচাটি প্রভাব লেখ।
উত্তর: খাদ্যের উপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি প্রভাব হলোÑ
(র) খাদ্য ঘাটতি দেখা দেয়।
(রর) সবাই পুষ্টিকর খাবার পায় না;
(ররর) বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়;
(রা) মা ও শিশু অপুষ্টিতে ভোগে এবং
(া) উন্নত জাতি গঠন বাধাগ্রস্ত হয়।
০৯। পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার পঁচাটি প্রভাব লেখ।
উত্তর: পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব হলোÑ
(র) পানি দূষিত হয়।
(রর) বায়ু দূষিত হয়।
(ররর) শব্দ দূষিত হয়।
(রা) মাটি দূষিত হয় এবং
(া) জলবায়ুর উপর বিরূপ প্রভাব পড়ে।
১০। বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের সুফল পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের সুফলÑ
(র) মাথাপিছু আয় বৃদ্ধি পাবে;
(রর) পরিবারে আর্থিক সচ্ছলতা আসবে;
(ররর) জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে;
(রা) সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং
(া) প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে।
১১। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখ।
উত্তর: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায়Ñ
(র) সকল নাগরিকের শিক্ষা নিশ্চিত করা;
(রর) দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান;
(ররর) সকলের জীবনযাত্রার মান বৃদ্ধি।
(রা) জনশক্তি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং
(া) শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।
১২। জীবনযাত্রার মানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রবাব পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: জীবনযাত্রার মানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবÑ
(র) দারিদ্র্য বিমোচন বাধাপ্রাপ্ত হচ্ছে;
(রর) দেশে বেকারত্ব বাড়ছে;
(ররর) নারী উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে;
(রা) সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে এবং
(া) দেশের উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
Khub kharap laksa, 😡😡,shudhu vul ar vul😡😡
ReplyDeleteFaltu
ReplyDelete