পঞ্চম শ্রেণি, বাংলাদেশ ও বিশ্ব, অধ্যায়: ১২, প্রশ্নোত্তর


অধ্যায়: ১২

    প্রশ্নোত্তর

    বাংলাদেশ ও বিশ্ব

 

 

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:

০১।    জাতিসঘের চারটি প্রশাসনিক শাখার নাম লেখ।
উত্তর:    জাতিসংঘের চারটি প্রশাসনিক শাখা হােÑ
(র)    সাধারণ পরিষদ
(রর)    নিরাপত্তা পরিষদ
(ররর)    অছি পরিষদ
(রা)    অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
০২।    জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখ।
উত্তর:    জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থা হলোÑ
(র)    ইউনিসেফ
(রর)    খাদ্য ও কৃষি সংস্থা
(ররর)    বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং
(রা)    ইউনেস্কো।
০৩।    সার্কের চারটি উদ্দেশ্য লেখ।
উত্তর:    সার্কের চারটি উদ্দেশ্য হলোÑ
(র)    সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।
(রর)    দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।
(ররর)    বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা।
(রা)    দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে থাকা।



বর্ণনামূলক প্রশ্নোত্তর:


০১।    জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:    বিশ্বে এ পর্যন্ত দুট বিশ্বযুদ্ধ হয়েছে। এতে বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাপানে পারমাণবিক বোমা ফেলার ভয়াবহতার কথা জানি। এতে লাখ লাখ লোক মারা যায়। অনেকে আহত ও বিকলাঙ্গ হয়। বিশ্বের অন্যান্য দেশেরও হয়েছে অনেক ক্ষতি। দ্বিতীয বিশ্বযুদ্ধের এ ভয়াবহতা বিশ্বের সব রাষ্ট্রের মানুষকে ভীত করে তোলে। তারা উপলব্ধি করে, মানবজাতিকে রক্ষা করতে হলে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ছাড়া উপায় নেই। তাই বিশ্বের সব দেশের সহযোগিতার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর গঠিত হয় জাতিসংঘ।
০২।    ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা কর।
উত্তর:    ইউনিসেফ (টঘওঈঊঋ) এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। ইউনিসেফ মূরত শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, টিকাদান ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে। বিশ্বের কেথাও যাতে শিশুদের অধিকার লঙ্ঘন না হয় সেদিকে ইউনিসেফ সজাগ দৃষ্টি রাখে। বাংলাদেশে ইউনিসেফ এর আর্থিক ও কারিগরি সহায়তা শিশুকল্যাণমূলক অনেক কাজ পরিচালিত হচ্ছে। ইউনিসেফ বাংলাদেশসহ বিশ্বের সকল অনুন্নত দেশের মা ও শিশুদের অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
০৩।    বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি ছোট দেশ সম্পর্কে লেখ।
উত্তর:    বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুট ছোট দেশ হলো নেপাল ও ভুটান। দেশ দুটি সম্পর্কে নিচ সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হলোÑ
(র)    নেপাল: নেপাল হিমালয় অধ্যুষিত দক্ষিণ এশীয় একটি দেশ। এর শতকরা ৮১ ভাগ জনগণ হিন্দুধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। এখানেই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।
(রর)    ভুটান: ভুটান ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। দেশটির রাজধানীর নাম থিম্পু। অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেক আলাদা আলাদা রাজ্য ছিল। ১৬শ শতকে এটি একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। ভুটান একটি রাজতান্ত্রিক রাষ্ট্র।



অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


০১।    পৃথিবীতে বাংলাদেশেসহ কয়টি দেশ আছে?
উত্তর:    পৃথিবীতে বাংলাদেশসহ ১৪৯৬টি দেশ আছে।
০২।    ঋঅঙ কী?
উত্তর:    ঋঅঙ হলো খাদ্য ও কৃষি সংস্থার ইংরেজি সংক্ষিপ্ত রূপ।
০৩।    বিশ্বের দেশগুলোর মধ্যে সম্পর্ক কিরূপ হওয়া দরকার?
উত্তর:    বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ থাকা দরকার।
০৪।    জাতিসংঘের মূল লক্ষ্য কী?
উত্তর:    জাতিসংঘের মূল লক্ষ্য হলো বিশ্বশান্তি প্রতিষ্ঠা।
০৫।    জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর:    জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ এ অক্টোবর।
০৬।    বর্তমান জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
উত্তর:    বর্তমান জাতিসংঘের মহাসচিব দক্ষিণ কোরিয়ার নাগরিক।
০৭।    বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে জাতিসংঘের কোন পরিষদ?
উত্তর:    বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
০৮।    জাতিসংঘের শান্তিরক্ষার কাজে নিয়োজিত সংস্থাটির নাম কী?
উত্তর:    জাতিসংঘের শান্তিরক্ষার কাজে নিয়োজিত সংস্থাটির নাম হলো নিরাপত্তা পরিষদ।
০৯।    জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে থাকে কোন শাখাটি?
উত্তর:    জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ সচিবলায় পরিচালনা করে থাকে।
১০।    বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর:    বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১১।    জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর:    জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।
১২।    বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে কত সালে বিরোধ সংঘটিত হয়?
উত্তর:    বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে ২০১২ সালে বিরোধ সংঘটিত হয়।
১৩।    ইউনিসেফ এর পুরো নাম কী?
উত্তর:    ইউনিসেফ এর পুরে নাম হলো জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহিবল।
১৪।    জাতিসংঘের ইউনস্কো কোন বিষয়ক সংস্থা?
উত্তর:    জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা।
১৫।    সার্ক গঠিত হয় কবে?
উত্তর:    ১৯৮৫ সালৈ সার্ক গঠিত হয়।
১৬।    বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর:    বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ই এপ্রিল পালিত হয়।
১৭।    দক্ষিণ এশিয়ার কতটি দেশ সার্কের সদস্য রাষ্ট্র?
উত্তর:    দক্ষিণ এশিয়ার ৮টি দেশ সার্কের সদস্য রাষ্ট্র।
১৮।    বান কি মুন কোন দেশের নাগরিক?
উত্তর:    বান কি মুন দক্ষিণ কোরিয়ার নাগরিক।
১৯।    ঋঅঙ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:    ঋঅঙ এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।
২০।    ইউনিসেফ কাদের উন্নয়নে কাজা করে?
উত্তর:    ইউনিসেফ শিশুদের উন্নয়নে কাজ করে।
২১।    সার্ক এর পুরো নাম কী?
উত্তর:    সার্ক এর পুরো নাম ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা’।
২২।    সার্ক কী ধরনের সংস্থা?
উত্তর:    সার্ক আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
২৩।    জাতিসংঘের কয়টি শাখা?
উত্তর:    জাতিসংঘের ছয়টি শাখা।
২৪।    জাতিসংঘের কোন পরিষদ অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতার পক্ষে কাজ করে?
উত্তর:    জাতিসংঘের অছি পরিষদ অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতার পক্ষে কাজ করে।
২৫।    কত সালে সার্ক গঠিত হয়?
উত্তর:    ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর সার্ক গঠিত হয়।
২৬।    সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রটির নাম কী?
উত্তর:    সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রটির নাম হলো আফগানিস্তান।
২৭।    জাতিসংঘ গঠনের দুইটি উদ্দেশ্য লেখ।
উত্তর:    জাতিসংঘ গঠনের দুইটি উদ্দেশ্য হলোÑ
(র)    বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এবং
(রর)    বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।
২৮।    বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে কেন?
উত্তর:    বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে বিশ্বের সকল মানুষের স্বাস্থ্যের উন্নয়নের জন্য।
২৯।    সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য কী?
উত্তর:    সার্ক প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য হচ্ছেÑ সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত চেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।
৩০।    শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কোন সংস্থা কাজ করে?
উত্তর:    শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিসেফ কাজ করে।
৩১।    ইউনিসেফ এর কাজ কী?
উত্তর:    ইউনিসেফ এর কাজ হলো প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান কর্মসূচি ইত্যাদি।
৩২।    বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:    বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।

অতিরিক্ত বর্ণনামূলক প্রশ্নোত্তর:

০১।    জাতিসংঘের পাঁচটি উদ্দেশ্য রয়েছে। এসব উদ্দেশ্যের মধ্য থেকে তুমি তোমার দেশের জন্য কোন উদ্দেশ্যটিকে উপকারী বলে মনে কর? উদ্দেশ্যটিকে উপকৃত মনে করার কারণ চারটি বাক্যে লেখ।
উত্তর:    জাতিসংঘের পাঁচটি উদ্দেশ্যের মধ্য থেকে আমি আমার দেশের জন্য অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা এ উদ্দেশ্যেটিকে উপকারী বলে মনে করি। এর কারণ; উদ্দেশ্যটি বাস্তবায়িত হলেÑ
(র)    মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
(রর)    কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
(ররর)    নিরক্ষতাও দারিদ্র্য বিমোচন হবে এবং
(রা)    নারী সমাজের উন্নয়ন হবে।
০২।    দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার উপলব্ধি থেকে বিশ্বের মানুষ আন্তর্জাতিক একটি সংস্থা প্রতিষ্ঠা করে। পাঁচটি বাক্যে সংস্থাটির বর্ণনা দাও।
উত্তর:    দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার উপলব্ধি থেকে বিশ্বের সব দেশের সহযোগিতার মাধ্যমে ১৯৪৫ সালের ২৪ এ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। এর প্রধান লক্ষ্য হলো বিশ্বশান্তি প্রতিষ্ঠা। বর্তমান বিশ্বের ১৯৩টি দেশ এ সংস্থার সদস্য। ছয়টি প্রধান শাখার সমন্বয়ে জাতিসংঘ বিশ্বজুড়ে ভূমিকা পালন করছে। এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূরক কাজ করে থাকে।
০৩।    নিরাপত্তা পরিষদ জাতিসংঘের প্রতিষ্ঠা পরিষদ। পরিষদটি সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
উত্তর:    নিরাপত্তা পরিষদ সম্পর্কে পাঁচটি বাক্য হলোÑ
(র)    বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পারন করে।
(রর)    নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হলো পাঁচটি।
(ররর)    বাংলাদেশ দুইবার এ পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।
(রা)    বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিলে আলাপÑআলোচনার মাধ্যমে তা সমাধান করে।
(া)    বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য নিরাপত্তা পরিষদ সাময়িক শক্তি ব্যবহার করে।
০৪।    আজ বিশ্ব জাতিসংঘ দিবস। দিবসটিতে তোমার করণীয় পাঁচটি বাক্যে লেখ।
উত্তর:    জাতিসংঘ দিবসে আমার করণীয় হলোÑ
(র)    বড়দের সহযোগিতায় র‌্যারির আয়োজন করব।
(রর)    প্রধান শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করব।
(ররর)    বিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা এবং উন্নয়নে সকলের দৃষ্টি আকর্ষণ করব।
(রা)    গরিব মেধাবী শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে সাহায্য করব।
(া)    সকল জা,ি ধর্ম, বর্ণের সহপাঠী এবং মানুষের প্রতি সর্বদা একটি আচরণ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হব।
০৫।    মনে কর, তোমাদের এলাকায় যানবহন ও ইটের ভাটার কারণে পরিবেশ দূষণ ঘটছে। তোমাদের এলাকার মানুষ যাতে বিশুদ্ধ বায়ু সেবন করতে পারে সেজন্য তুমি কী করবে? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর:    আমার এলাকার মানুষের বিশুদ্ধ বায়ু সেব নিশ্চিত করতে আমি বড়দের সহযোগিতায়Ñ
(র)    ইটের ভাটা লোকলয়ের বাইরে স্থাপন করতে বলব।
(রর)    ইটের ভাটায় পরিবেম বান্ধব চিমনি ব্যবহার করতে বলব।
(ররর)    ইটের ভাটায় কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করতে বলব।
(রা)    ত্রুটিযুক্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করব।
(া)    সর্বোপরি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।
০৬।    সার্ক গঠনের পাঁচটি উদ্দেশ্য লেখ।
উত্তর:    সার্ক গঠনের পাঁচটি উদ্দেশ্য হলোÑ
(র)    সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।
(রর)    দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।
(ররর)    দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা।
(রা)    সদস্য দেশগুলোর স্বাধীনতার ক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা।
(া)    এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
০৭।    বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ সম্পর্কে চারটি বাক্য লেখ।
উত্তর:    বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ হলোÑ
(র)    মহাসচিব নিয়োগ;
(রর)    বিভিন্ন সদস্য শাখার নির্বাচন;
(ররর)    কোনো রাষ্ট্রকে সদস্য করা এবং
(রা)    কোনো রাষ্ট্রের সদস্যপদ বাতিল।
০৮।    বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা প্রয়োজন কেন? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর:    বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রয়োজনীয়তাÑ
(র)    বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য;
(রর)    বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপনের জন্য;
(ররর)    বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য;
(রা)    সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং
(া)    বিশ্বের জনগণকে ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত করার জন্য।
০৯।    আন্তর্জাতিক আদালত কত সালে বঙ্গোপসাগরের সমুদ্রসীমাকংক্রান্ত রায় প্রদান করে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ চারটি বাক্যে লেখ।
উত্তর:    আন্তর্জাতিক আদলত ২০১২ সালে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা সংক্রান্ত রায় প্রদান করে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজÑ
(র)    বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান;
(রর)    দারিদ্র্য দূরীকরণ;
(ররর)    বেকার সমস্যার সমাধান এবং
(রা)    শিশু অধিকার ও মানবাধিকার সংরক্ষণ।
১০।    জাতিসংঘ কী? জাতিসংঘ গঠনের চারটি উদ্দেশ্য লেখ।
উত্তর:    জাতিসংঘ একটি আন্তর্জাতিক তথা বিশ্ব প্রতিষ্ঠান। জাতিসংঘ গঠনের চারটি উদ্দেশ্য হলোÑ
(র)    বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা;
(রর)    বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা
(ররর)    অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা এবং
(রা)    বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা।
১১।    কয়টি দেশ এখনো জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি? বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? জাতিসংঘের বাংলাদেশের অবদান তিনটি বাক্যে লেখ।
উত্তর:    তিনটি দেশ এখানো জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি। বাংলাদেশ স্বাধীনতার পর ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘের বাংলাদেশের অবদানÑ
(র)    সদস্যপদ লাভের পর থেকে জাতিসংঘের নানা কার্যক্রমের সাথে থেকে বিম্বশান্তি প্রতিষ্ঠার ষেআকে অব্যাহত রেখেছে।
(রর)    ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছে।
(ররর)    বাংলাদেশে জাতিসংঘের সাধারণ পরিষদে দুইবার সভাপতির দায়িত্ব পালন করে পরিষদের কার্যক্রমকে গতিশীল রেখেছে।
১২।    ইউনিসেফ এর পুরো নাম লেখ। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এর তিনটি কাজ লেখ।
উত্তর:    ইউনিসেফ এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। ইউনিসেফ এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। ইউনিসেফ এর তিনটি কাজ হলোÑ
(র)    শিশুদের প্রাথমিক শিক্ষা প্রকল্প বাস্তবায়ন;
(রর)    মা ও শিশু স্বাস্থ্য রক্ষা এবং
(ররর)    শিশুদের বিভিন্ন প্রতিষেদক টিকা দান।
১৩।    ঈঅঝঊ এর পূর্ণরূপ লেখ। কোন সংস্থা বাংলাদেশে ‘ঈঅঝঊ’ পরিচালনা করে? ঈঅঝঊ সম্পর্কে তিনটি বাক্য লেখ।
উত্তর:    ঈঅঝঊ এর পূর্ণরূপ হলো ঈষবধহ অরৎ ধহফ ঝঁংঃধরহধনষব ঊহারৎড়হসবহঃ. বাংলাদেশে ঈঅঝঊ পরিচালনা করে বিশ্বব্যাংক। ঈঅঝঊ সম্পর্কে তিনটি বাক্য হলোÑ
(র)    ঈঅঝঊ বিশ্বব্যাংক কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।
(রর)    ঈঅঝঊ এর লক্ষ্য হলো যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ রোধ করা।
(ররর)    ঈঅঝঊ বাংলাদেশে বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ উন্নয়নের জন্য কাজ করছে।
১৪।    বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে? এটি বিশ্বের কয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে? এর কার্যক্রম সম্পর্কে তিনটি বাক্য লেখ।
উত্তর:    বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় ৭ই এপ্রিল। এটি বিশ্বের ছয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম সম্পর্কে তিনটি বাক্য হলোÑ
(র)    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীযতা ও উপায় সম্পর্কে সচেতন করে।
(রর)    মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ করে যাচ্ছে।
(ররর)    বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমের ফলে বিশ্ব থেকে গুটিবসন্ত রোগ দূর করা সম্ভব হয়েছে।
১৫।    খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। এর সংক্ষিপ্ত রূপ কী? খাদ্য ও কৃষি সংস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ।
উত্তর:    খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থার সংক্ষিপ্ত রূপ ঋঅঙ.
খাদ্য ও কৃষি সংস্থার সম্পর্কে তিনটি বাক্য হলোÑ
(র)    খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের খাদ্য সমস্যা মোকাবেলায় কাজ করে।
(রর)    জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে।
(ররর)    বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সবরাহ করে থাকে।
১৬।    ইউএনডিপি কী ধরনের সংস্থা? ইউএনডিপি’র চারটি কাজ উল্লেখ কর।
উত্তর:    ইউএনডিপি জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। ইউএনডিপি’র চারটি কাজ হলোÑ
(র)    ইউএনডিপি’র মূল কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা।
(রর)    জাতিসংঘ যে কাজ করে তার সমন্বয় সাধান করা।
(ররর)    ইউএনডিপি বাংলাদেশে পরিবেশ উন্নয়নে কাজ করে।
(রা)    ইউএনডিপি বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে কাজ করে।
১৭।    বিশ্বব্যাংক কী? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তিনটি বাক্যে বিশ্বব্যাকের কাজ বর্ণনা কর।
উত্তর:    বিশ্বব্যাংক জাতিসংঘের একটি উন্নয়নমূলক সংস্থা। বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
বিশ্বব্যাংকের কাজ হলোÑ
(র)    বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত প্রকল্পে স্বল্প সুদে ঋণ ও সাহায্য দিয়ে থাকে।
(রর)    অনুন্নত এবং উন্নয়নশীল দেশের অবকাঠামোগত উন্নয়নেই সংস্থাটি কাজ করে থাকে।
(ররর)    আমাদের দেশ বিশ্বব্যাংকের কাজ থেকে শিক্ষা, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নে আর্থিক সহায়তা পেয়ে থাকে।
১৮।    জাতিসংঘ ও সার্কের উদ্দেশ্যের পঁচাটি পার্থক্য লেখ।
উত্তর:    জাতিসংঘ ও সার্কের উদ্দেশ্যের পাঁচটি পার্থক্য হলোÑ
(র)    জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা। অন্যদিকে সার্ক একটি আঞ্চলিক সংস্থা।
(রর)    জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৯৩৬টি। অন্যদিকে সার্কের সদস্য রাষ্ট্র ৮টি।
(ররর)    জাতিসংঘের সদস্য দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। অন্যদিকে সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
(রা)    জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। অন্যদিকে সার্ক সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে।
(া)    জাতিসংঘ বিভিন্ন দেশের মধ্যে বিরোধ মীমাংসা করে। অন্যদিকে সার্ক সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না।
Previous Post Next Post

نموذج الاتصال