শ্রেণি: চতুর্থ, বিষয়: বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায়, প্রশ্নোত্তরঃ পদার্থ
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
০১। বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো-
(ক) বায়ু জায়গা দখল করে।
(খ) বায়ুর ওজন আছে।
(গ) বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে।
০২। বস্তুর ওজন বলতে কী বোঝ?
উত্তর: কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে, তাই হলো বস্তুর ওজন। এটি বস্তুর একটি সাধারণ বৈশিষ্ট্য।
০৩। বস্তুর আয়তন বলতে কী বোঝ?
উত্তর: কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন আছে।
অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:
০১। বস্তু কী?
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তাই-ই বস্তু।
০২। মিলিলিটার কোন ধরনেরপদার্থের আয়তন পরিমাপের একক?
উত্তর: মিলিলিটার তরল পদার্থের আয়তন পরিমাপের একক।
০৩। পদার্থের প্রধান দুটি বৈশিষ্ট্য কী?
উত্তর: পদার্থের প্রধান দুটি বৈশিষ্ট্য হলোঃ এর ওজন আছে এবং স্থান দখল করে।
০৪। ওজন পরিমাপে কী ব্যবহার করা হয়?
উত্তর: ওজন পরিমাপে স্প্রিং নিক্তি ব্যবহার করা হয়।
০৫। তরল পদার্থের ওজন কীভাবে মাপা যায়?
উত্তর: পাত্রে রেখে নিক্তির সাহায্যে তরল পদার্থের ওজন মাপা যায়।
০৬। ওজন পরিমাপের একক কী?
উত্তর: ওজন পরিমাপের একক হলো কিলোগ্রাম (কেজি)।
০৭। সব বস্তুকে পৃথিবী কোন দিকে টানে?
উত্তর: সব বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে।
০৮। আমরা কখন বায়ুকে অনুভব করি?
উত্তর: বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করি।
০৯। বায়ুকে চাপ প্রয়োগ করলে কী ঘটে?
উত্তর: বায়ুকে চাপ প্রয়োগ করলে বায়ু বাধা প্রদান করে।
১০। বায়ুকে পদার্থ বলা হয় কেন?
উত্তর: বায়ুকে পদার্থ বলা হয় কারণ বায়ু জায়গা দখল করে এবং বায়ুর ওজন আছে।
বর্ণনামূলকপ্রশ্ন:
০১। পদার্থ কী তা ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রযেছে। যেমনঃ বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড় ইত্যাদি। এ সকল বস্তুই পদার্থ। কারণ এ বস্তুগুলোর নির্দিষ্ট ওজন আছে, এরা জায়গা দখল করে, এদের নির্দিষ্ট আকার ও আকৃতি রয়েছে। সুতরাং আমরা বলতে পারি ওজন, আয়তন, আকার, আকৃতি প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই পদার্থ।
০২। পরীক্ষার সাহায্যে আমরা কীভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ?
উত্তর: বায়ু একটি পদার্থ। কারণ বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে ওজন আছে, তা নিচে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলোঃ
উপকরণ: কাঠি, সুতা, বেলুন ২টি ও আলপিন।
পরীক্ষা:
(ক) কাঠিতে সুতা বেঁধেএকটি দাঁড়িপাল্লা তৈরিকরি। দুটি বেলুন ও একটি আলপিন নিই।
(খ) বেলুন দুটিকে এমন ভাবে ফুঁ দিয়ে ফুলাই যাতে বেলুন দুটির আকৃতি একই হয়।
(গ) ছবির মতো বেলুন দুটিকে দাঁড়িপাল্লার দুই পাশে ঝুলিয়ে দিই।
(ঘ) দাঁড়িপাল্লাটিকে আনুভূমিকভাবে সমান করি।
(ঙ) আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি, যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যেতে পারে।
(চ) বেলুন ও দাঁড়িপাল্লার কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি।
পর্যবেক্ষণ:
দাঁড়িপাল্লার যে পাশের বেলুনছিদ্র করাহয়েছে, সে পাশউপরে উঠে গেছে।
ফলাফল: ফোলানো বেলুনেরভিতরেবায়ুআছেবলে দাঁড়িপাল্লা ফোলানো বেলূনের দিকে হেলেপড়ে। অতএব, আমরাবুঝতেপারি যে, বায়ুরওজনআছে। অর্থাৎবায়ুএকটিপদার্থ।
অতিরিক্ত বর্ণনামূলকপ্রশ্ন:
০১। পদার্থ কাকেবলে? পানিপূর্ণ বালতিতেহাতঢুকিয়েদিলেকিছুপানিবাইরেপড়েযাওয়ারকারণ ২টি বাক্যে লেখ। বায়ুকে কেন আমরা পদার্থবলবতা ২টি বাক্যে লেখ।
উত্তর: যারওজনআছে, জায়গা দখলকরেএবংবলপ্রয়োগেবাধা দেয় তাকেপদার্থ বলে।
পানিপূর্ণ বালতিতেহাতঢুকিয়েদিলেবালতিরভিতরেরহাতেরআয়তননেরসমানজায়গারপ্রয়োজন হয়। এ কারণেহাতেরআয়তনেরসমপরিমাণপানিবালতিরবাইরেপড়েযায়।
বায়ুকেআমরাপদার্থ বলবকারণবায়ুরওজনআছে, বায়ুজায়গা দখলকরেএবংবায়ুবলপ্রয়োগেবাধা দেয়।
০২। ওজনকী? তোমাদেরবাসার ছাদ থেকে একটিকাগজেরটুকরা ও একটিইটেরটুকরা ফেলেদিলে কোনটিআগেমাটিতেপড়বেতাকারণসহ ২টি বাক্যে লেখ। বায়ুর যে বলপ্রয়োগেবাধা দেয় তার দুটিউদাহরণ দাও।
উত্তর: কোনো বস্তুকে পৃথিবীতার কেন্দ্রেরদিকে কত জোরেটানছেতাইহলো বস্তুরওজন।
আমরাবাসার ছাদ থেকে একটিকাগজেরটুকরা ও একটিইটেরটুকরা ফেলেদিলেইটেরটুকরাটিআগেমাটিতেপড়বে। কারণইটেরটুকরারওজনকাগজেরটুকরা থেকে বেশি।
বায়ু যে বলপ্রয়োগেবাধা দেয় তার দুটিউদাহরণহলোÑ
(র) বায়ুপূর্ণ বলকেআমরাযখনআঘাতকরিবাচাপদিই। তখন লেরদিক থেকেও একটিবিপরীতমুখীচাপঅনুভবকরি।
(রর) বায়ুপূর্ণবলকেযখন মেঝেতেছুড়েমারিতখনবলটিলাফিয়ে উঠে আসে।
০৩। পদার্থ কী? একটিকলম ও একটিবই একই সাথে একই জায়গা দখলকরতেপারেনা কেন ৪টি বাক্যে উত্তর দাও।
উত্তর: যারওজনআছেএবংযা স্থান দখলকরেতাকেপদার্থ বলে। একটিকলম ও একটিবই একই সাথে একই জায়গা দখলকরতেপারেনা।
ব্যাখ্যা:প্রত্যেকপদার্থেরনিজস্ব আয়তনআছে। একটিকলমতারআয়তনেরসমানজায়গা দখলকরেবলে ঐ জায়গাআরখাীর থাকেনা। ফলেএকটিবইতারআয়তনেরসমানজায়গা দখলকরলেওকলমটি যে জায়গা দখলকরেবই সেইজায়গা দখলকরতেপারেনা। এজন্যইএকটিকলম ও একটিবই একই সাথে একই জায়গা দখলকরতেপারেনা।
০৪। আয়তনকী? গ্লাসেরপানিতেপাথরবামার্বেল দেওয়াহলেপানিরউচ্চতাবৃদ্ধি পায় কেন তা ৪টি বাক্যে ব্যাখ্যা কর।
উত্তর: কোনোপদার্থ যে পরিমাণজায়গা দখলকরেতাকেতারআয়তনবলে।
গ্লাসেরপানিতেপাথরবামার্বেলদিলেপানিরউচ্চতাবৃদ্ধি পায়।
ব্যাখ্যা:প্রত্যেকপদার্থের যেমননিজস্ব আয়তনআছে তেমনিপাথরবামার্বেলেরওনিজস্ব আয়তনআছে। গ্লাসেপাথরবামার্বেলদিলেএরাতাদেরআয়তনেরসমানজায়গা দখলকরে। ফরে ঐ জায়গা থেকে পানিসরেযায়। পানিনিচেরদিকেবাপাশেরদিকেসরেযাওয়ারসুযোগনা থাকায়উপরেরদিকে উঠে আসেযারফলেপানিরউচ্চতাবৃদ্ধি পায়।
০৫। পদার্থেরসাধারণ দুটি বৈশিষ্ঠ্য লেখ। ওজনকীতাতিনটিবাক্যে লেখ।
উত্তর: পদার্থের দুটিসাধারণ বৈশিষ্ট্য হলোÑ
(র) প্রত্যেকপদার্থই স্থানবাজায়গা দখলকরেএবং
(রর) প্রত্যেকপদার্থেরইওজনআছে।
(ররর) কোনো বস্তুকে পৃথিবীতার কেন্দ্রেরদিকে কত জোরেটানছেতাইহলো বস্তুটিরওজন। দাঁড়িপাল্লাবা নিক্তি ব্যবহারকরেওজনপরিমাপকরা হয়। বস্তুরওজনপরিমাপের একক হচ্ছেগ্রামবাকিলোগ্রাম (কেজি)।