নবম শ্রেণি, বিজ্ঞান, অধ্যায়: ০৯ – জৈব অণু


১.
ক. নিউক্লিক এসিড কি?
খ.দুই ধরনের পেন্টোজ সুগার এর গাঠনিক সংকেত লিখ।
গ.উদ্দীপকে উল্লিখিত যৌগটির বৈশিষ্ট্য লিখ।
ঘ. .উদ্দীপকে উল্লিখিত যৌগটি প্রোটিনের গাঠনিক একক--- বিশ্লেষণ করো।

২.
ক. ফ্যাট ও তেল কাকে বলে?
খ. কার্বোহাইড্রেটের কাজ লিখ ৪ টি।
গ. উদ্দীপকের চিত্র – X এর গঠন , বর্ননা করো।
ঘ. উদ্দীপকের চিত্র – X ও চিত্র – Y এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।

৩. ২০২০ সাল হতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের আক্রমণে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন।এ ধরনের ভাইরাসের দেহে একটি একক সূত্রের বংশগত বস্তু বিদ্যমান।
ক. জৈব অনু কি?
খ. রাইবোজ ও ডি-অক্সিরাইবোজের মধ্যে পার্থক্য লিখ।
গ.প্রেক্ষাপটে আলোচিত একক সূত্রের বংশগত বস্তুটির নাম কি?একে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ঘ.প্রেক্ষাপটে উল্লেখিত একক সূত্রের বংশগত বস্তুটির গঠন বর্ণনা কর।

৪. নিচের দৃশ্যপটটি লক্ষ্য করো -
ক.কোন পরমাণুকে জীবনের ভিত্তি বলা হয়?
খ.জৈব অনুর সাধারণ উপাদান কয়টি ও কি কি?
গ.বংশগতীয় বস্তু হিসেবে "A "এর ভূমিকাই মুখ্য আলোচনা করো।
ঘ.B থেকে A কে তুমি কিভাবে আলাদা করবে? বর্ণনা কর।

৫. P এমন একটি জৈব রাসায়নিক পদার্থ, যাকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো এসিড পাওয়া যায়।
ক. DNA এর পূর্ণ রুপ কি?
খ. চর্বিকে কেন সরল লিপিড বলা হয়?
গ. প্রেক্ষাপটের P জৈব রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য লেখ।
ঘ. প্রেক্ষাপটে বর্ণিত P জৈব পদার্থ টির কাজ গুলো উল্লেখ কর।

৬. রমজান মাসে ইফতারের সময় সবাই তেলে ভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে।
ক) প্রেক্ষাপটে মুখরোচক খাবার তৈরিতে যে উপাদানটি ব্যবহার করা হয় তার বৈশিষ্ট্য উল্লেখ কর।
খ) মুখরোচক খাবার তৈরিতে প্রেক্ষাপটে উল্লিখিত উপাদানটির কাজ উল্লেখ কর।
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال