বাংলাদেশ বিষয়াবলি (১৯৬৮ সাল থেকে ১৯৭১ সালের ৭ই মার্চ)

১. ‘শহিদ আসাদ দিবস’ পালিত হয় কবে?
ক. ১৫ জানুয়ারি
খ. ২৫ জানুয়ারি
গ. ৩০ জানুয়ারি
ঘ. ২০ জানুয়ারি ✓

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?
ক. ২৫ জানুয়ারি ১৯৭০
খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
গ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ ✓
ঘ. ৭ মার্চ ১৯৭১

৩. ‘এগার দফা’ কখন ঘোষণা করা হয়?
ক. ১৯৬৯ সালে ✓
খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৮ সালে
ঘ. ১৯৭০ সালে

৪. পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৭০ সালে ✓
গ. ১৯৬২ সালে
ঘ. ১৯৬৯ সালে

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয়––
ক. ভয়েস অব লিবার্টি
খ. ইউনেস্কো ✓
গ. নিউজ উইক
ঘ. বিবিসি

৬. আইনগত কাঠামো আদেশ জারি করা হয় কতো তারিখে?
ক. ২৫ মার্চ ১৯৬৯
খ. ৩০ মার্চ ১৯৭০ ✓
গ. ২৮ নভেম্বর ১৯৬৯
ঘ. ১ মার্চ ১৯৭০

৭. ১৯৭০ সালের ৭ ডিসেম্বর নির্বাচন হয়েছিলো কীসের ভিত্তিতে?
ক. এক ব্যক্তি দুই ভোট
খ. গণভোট
গ. এক ব্যক্তির এক ভোট ✓
ঘ. শুধু মুসলিম ভোট

৮. মনপুরা—৭০ কী?
ক. একটি উপজেলা
খ. একিট নদী বন্দর
গ. একটি উপন্যাস
ঘ. একটি চিত্রশিল্প ✓

৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন––
ক. বিচারপতি আব্দুস সাত্তার 
খ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
গ. বিচারপতি এ বি সিদ্দিকী
ঘ. ড. কামাল হোসেন

১০. পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিলো––
ক. ১৬৮ টি
খ. ১৬৯টি ✓
গ. ১৬৭টি
ঘ. ১৭০টি

১১. ১৯৭০ সালের নির্বাচনে জয়ী গঘঅ ও গচঅ দেরকে বঙ্গবন্ধু কতো তারিখে শপথ পড়ান?
ক. ৭ জানুয়ারি ১৯৭১
খ. ২ মার্চ ১৯৭১
গ. ৩ জানুয়ারি ১৯৭১ ✓
ঘ. ৩ মার্চ ১৯৭১

১২. ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসন থেকে নির্বাচিত হন?
ক. ঢাকা—১৬
খ. ঢাকা—৮ ✓
গ. ফরিদপুর—১৬
ঘ. গোপালগঞ্জ—১

১৩. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়–
ক. কলকাতায়
খ. কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
গ. চট্টগ্রামের পতেঙ্গায়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এক ছাত্রসভায় ✓

১৪. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ও কোথায় পাঠ করা হয়?
ক. ১০ এপ্রিল ১৯৭১ কুষ্টিয়ায়
খ. ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দানে ✓
গ. ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে
ঘ. ২৬ মার্চ ১৯৭১ ধানমন্ডিতে

১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়?
ক. ১৬ ডিসেম্বর ১৯৭১
খ. ১০ জানুয়ারি ১৯৭২
গ. ৩ মার্চ ১৯৭১ ✓
ঘ. ২৬ মার্চ ১৯৭১

১৬. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
ক. ১৬ মার্চ
খ. ২৬ মার্চ
গ. ৩ মার্চ
ঘ. ২ মার্চ ✓

১৭. ‘পোড়ামাটির নীতি’ কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিলো?
ক. পাকিস্তান বিমানবাহিনী
খ. পাকিস্তান সেনাবাহিনী ✓
গ. ভারত সেনাবাহিনী
ঘ. পাক—ভারতবাহিনী

১৮. নিচের কোন জন বঙ্গবন্ধুর চার খলিফার অন্তর্ভুক্ত নয়?
ক. আব্দুল কুদ্দুস মাখন
খ. নূরে আলম সিদ্দিকী
গ. শাহজাহান সিরাজ
ঘ. তোফায়েল আহমেদ ✓

১৯. স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়?
ক. ১০ এপ্রিল ১৯৭১ খ্রি. ✓
খ. ১৭ এপ্রিল ১৯৭১ খ্রি.
গ. ২৬ এপ্রিল ১৯৭১ খ্রি.
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ খ্রি.

২০. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিলো?
ক. ১৬৭টি ✓
খ. ৩৩০টি
গ. ৩০০টি
ঘ. ১৭২টি
Previous Post Next Post

نموذج الاتصال