আজ বৃহস্পতিবার ০১/০৭/২০২১ থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সাতদিনের ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে বাংলাদেশ সরকার। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী-বিজিবি, র্যাব পুলিশ ও আনসার বাহিনী। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সারাদেশে আট বিভাগে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
বিনা প্রয়োজনে কেউ যেতে পারবে না ঘরের বাইরে। বিনা কারণে বাইরে বের হলে গ্রেফতার এবং এছাড়াও জেল ও হতে পারে। স্থগিত করা হয়েছে অভ্যন্তরীণ বিমান চলাচল। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা চালু ও সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে।
বিধিনিষেধ শুরুর আগের দিন বুধবার রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় ছিল ব্যাপক যানজট। ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়ার রাস্তাগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। প্রচুর চাপ ছিল পদ্মা পারাপারের ফেরিঘাটগুলোতে।
করোনা সংক্রমণের কারণে গত ৫ এপ্রিল থেকে দেশে বিধিনিষেধ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত আকারে লকডাউন ঘোষণা করে বাংলাদেশ সরকার। সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ার কারণে আজ ১/৭/২০২১ইং বৃহস্পতিবার থেকে কিছু নতুন শর্ত যোগ করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে
যা আছে প্রজ্ঞাপনেঃ
করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছু শর্ত যুক্ত করে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ দেয়া হলো। আরোপ করা ২১টি বিধিনিষেধ হচ্ছে,
১) সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী অফিস বন্ধ থাকবে।
২) লোকজনের চলাচল নিয়ন্ত্রণে সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ ফ্লাইটসহ) ও সব ধরনের স্ব-চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
৩) সীমিত লকডাউনের মতোই কঠোর বিধিনিষেধে শপিংমল-মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।
৪) সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৫) জনসমাবেশ রোধ করতে সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ সুপ্রীম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে
বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কঠোর বিধিনিষেধে যা চালু থাকবে
৬) আইনশৃঙ্খলা ও জরুরী পরিষেবা, যেমন- কৃষিপণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন,
৭) ত্রাণ বিতরণ,
৮) স্বাস্থ্যসেবা,
৯) কোভিড-১৯ টিকা প্রদান,
১০) রাজস্ব আদায় সম্পর্কিত কার্যক্রম,
১১) বিদ্যুত, পানি, গ্যাস বা জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারী-বেসরকারী), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া),
১২) বেসরকারী নিরাপত্তা ব্যবস্থা,
১৩) ডাক সেবা,
১৪) ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরী বা অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে বলা হয়েছে,
১৫) পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বা কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
১৬) বন্দরগুলো (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
১৭) শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।
১৮) কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন বা বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
১৯) জরুরী প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২০) টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা নেয়ার জন্য যাতায়াত করা যাবে।
২১) খাবারের দোকান, হোটেল ও রেস্তরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (অনলাইন বা টেকওয়ে) করতে পারবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে।
বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট
আজ থেকে শুরু হওয়া সরকারী বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারী নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১১টা ৫৯ পর্যন্ত
অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে ত্রাণ-সাহায্যের সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাইটগুলো অনুমতি নিয়ে চলতে পারবে।
তবে সেক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়াও বিমান বন্দরগুলোতে যেসব আন্তর্জাতিক ও বিশেষ ফ্লাইট চলবে, সেগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
বিধিনিষেধ কার্যকরে মাঠে থাকবে সেনাবাহিনী
করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী কাজ করবে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।
Slots, Live Casinos & Slots - Casino Roll
ReplyDeleteSlots, krishnadoorandprint.com Live Casinos & Slots. How Do I Choose to Play 룰렛 프로그램 Slots and Win Big? — This article is about 망고 도메인 one 블랙 잭 룰 of the w88 most well-known slots and gaming sites.