দেশে করোনায় বেড়ে চলছে মৃত্যু

আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১৪ হাজার ৫৩ জনের মৃত্যু হলো।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনের।

২৬/৬/২০২১ ইং রোজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা ‍সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৫০ শতাংশ। আগের দিন ২৭ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ৮৬৯ জন। রোগী শনাক্তের হার ছিল ২১ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু  হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

Previous Post Next Post

نموذج الاتصال