দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

জানা যায়, দ্বিতীয়বারের মতো সাকিবের বাবা হতে আরও কিছুদিন বাকি রয়েছে। কিন্তু জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য ৬ এপ্রিল ২০২০ইং সোমবার রাতে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এবারও মাহমুদউল্লাহ-মিষ্টি দম্পতির কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক আবারও ছেলেসন্তানের বাবা হয়েছেন। মাহমুদউল্লাহর পারিবারিক সূত্রে জানা গেল, মা ও সন্তান দুজনই ভালো আছে।

করোনাভাইরাসের সংক্রমণে দীর্ঘদিনের জন্য ক্রিকেট বন্ধ। অনেকক্ষেত্রে ক্রিকেটীয় ব্যস্ততার কারণে ঘরে আসা নতুন অতিথিদের সঙ্গেও তেমন সময় দেওয়া সম্ভব হয় না ক্রিকেটারদের। এবার মাহমুদউল্লাহর সাথে সাথে সাকিবও- নিশ্চয়ই নির্বিঘ্নেই সময় দিতে পারবেন আগত নবজাতকদের।

দ্বিতীয়বারের মতো ছেলে সন্তানের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ নিজেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি নিজে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, গত রাতে আমরা দ্বিতীয় ছেলে সন্তান দ্বারা আশীর্বাদপুষ্ট হয়েছি। সবাই তার জন্য দোয়া করবেন।'

করোনাভাইরাসের কারণে খেলা না থাকায় পরিবারের সঙ্গেই সময় কাটছে মাহমুদউল্লাহর। এই সময়ে করোনার প্রকোপ না থাকলে পাকিস্তান সফরে থাকতো বাংলাদেশ। তবে স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ।

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
 Image Source: www.google.com
Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال