নিমপাতার তেল এর গুনাবলী ||The benefits of neem oil

প্রাচীনকাল থেকে চুলের যত্নে নিম পাতা মেহেদি পাতা ব্যবহার করা হয়। চুলের গোড়া মজবুত করে, চুলকে সিল্কি ঝলমলে করে তুলতে নিম পাতা মেহেদি পাতা অতুলনীয়। প্রাকৃতিক উপায়ে চুল রং করতেও মেহেদি বেশ কার্যকর।আবার মাথার বিভিন্ন রোগ মুক্তির জন্য নিম পাতা অনেক কার্যকর।
 
এই তেল তৈরি করতে মেহেদি পাতা,সাথে নিম পাতা,মেথি,আমলকি ইত্যাদি কয়েক ধরনের জিনিষ দিয়ে এক ধরণের তেল তৈরি করা হয়, যা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। নারকেল তেল এবং মেহেদি পাতা ও নিম পাতার, মেথি,আমলকি,ইত্যাদি সমন্বয়ে তৈরি এই তেলটি চুলের অনেকগুলো সমস্যা সমাধান করে দেবে নিমিষেই।
যেভাবে ব্যবহার করবেন:
এই তেলটি প্রতিদিন ব্যবহার করুন। প্রতিদিন না পারলে সপ্তাহে অন্তত দুইবার এই তেলটি ব্যবহার করুন। কমপক্ষে ২ ঘন্টা তেলটি মাথায় রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

নিম তেলের উপকারীতা:
১)নিম মেহেদি তৈল চুলের ঘনত্ব বৃদ্ধি করে
২)চুল সিল্কি ঝলমলে করে তুলে
৩)মাথা ঠান্ডা রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে
৪)চুল পাকা প্রতিরোধ করে
৫)খুশকি দূর করে চুলকে করে স্বাস্থ্যোজ্বল সুন্দর করে তলে।
 
চুলের গোড়া মজবুত করতে, চুলকে সিল্কি ঝলমলে করে তুলতে, চুল পাকা প্রতিরোধ করতে,ইত্যাদি নানান রকমের সমস্যা দুর করে এই তৈল আলহামদুলিল্লাহ।

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post

نموذج الاتصال