ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচারার (স্বাস্থ্য অর্থনীতি) পদে চাকরির বিজ্ঞপ্তি || Dhaka University Lecturer Job Circular



ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে ২ (দুই) জন লেকচারার (একটি শূন্য স্থায়ী লেকচারার পদের বিপরীতে এক জন স্থায়ী লেকচারার এবং একটি শূন্য স্থায়ী সহকারী অধ্যাপকের বিপরীতে একজন অস্থায়ী লেকচারার) নিয়োগের জন্য রেজিস্ট্রারের দপ্তর হইতে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে।

১। লেকচারার (স্বাস্থ্য অর্থনীতি)
বেতন স্কেল : ২২,০০০-৫৩০৬০ টাকা।
যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ/সিজিপিএ স্কেল ৫.০০-
এর মধ্যে ন্যুনতম ৪.২৫ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে এসএস অনার্স ডিগ্রী এবং মাস্টার্স ডিগ্রী পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা জিপিএ/সিজিপিএ-এর ক্ষেত্রে স্কেল ৪.০০-এর মধ্যে নুনতম ৩.৫০ থাকিতে হইবে। প্রার্থীর মাস্টার্স প্রোগ্রামে পঠিত বিষয়ের মধ্যে Econometrics/Applied Econometrics অর্ন্তভূক্ত থাকা আবশ্যক। অভ্যন্তরীণ প্রার্থীদের জন্য শর্ত শিথিলযোগ্য। অন্যান্য যোগ্যতা সমান থাকিলে উচ্চতর ডিগ্রীধারী অগ্রাধিকার দেওয়া যাইতে পারে।


শর্তাবলী :-
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালকের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ টাকা মাত্র) মুল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ রেজিস্ট্রার দপ্তরে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে ১০ (দশ) কপি দরখাস্ত পরিচালকের নিকট আগামী ১২/০৪/২০২০ইং তারিখের মধ্যে পৌছাইতে হইবে। প্রত্যেক কপি দরখাস্তের সহিত পরীক্ষার মূল সনদপত্র, মার্কশীট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করিতে হইবে। চাকুরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করিতে হইবে।
                 
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com

Previous Post Next Post

نموذج الاتصال