বাড়িতে থেকে কোভিড-১৯: জরুরী চিকিৎসা || Covid-19 emergency treatment from home

কোভিড-১৯: চিকিৎসা 
জরুরী বিজ্ঞপ্তি
আপনার যদি শ্বাসকষ্ট ছাড়া-জ্বর, গলা ব্যথা, ম্যাজ ম্যাজ ভাব, শরীরে ব্যাথা, হাঁচি, কাশি, সর্দি এসব উপসর্গ থাকে ।

তাহলে বাড়িতেই থাকুন এবং নিমোক্ত নিয়মসমূহ মেনে চলুনঃ
১)কুসুম গরম পানি পান করুন ও গরম পানি দিয়ে গড়গড়া করুন ।
২) বাড়ির অন্যদের থেকে আলাদা থাকুন ।
৩) দিনে অন্ততঃ দু'বার শরীরের তাপমাত্রা মাপুন ।
৪) মাক্ষ পড়ুন ।
৫)বাড়িতে অতিথিদের আসা বন্ধ করুন ।
৬) ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধুবেন ।
৭)জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাবেন ।
৮) সর্দি-কাশির জন্য এন্টিহিস্টামিন (যেমন ফেক্সোফেনাডিন, ক্লোরফেনিরামিন
ইত্যাদি) খেতে পারেন।
৯) হাত দিয়ে নাক, চোখ, মুখ ছোবেন না।



প্রয়োজনে ১৬২৬৩ বা ৩৩৩ নম্বরে ফোন করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিন ।

* আপনার উপরোক্ত উপসর্গসমূহ থাকলে এবং বয়স ৬০-এর বেশী হলে বা অন্যান্য অসুস্থতা যেমন উচ্চ রক্তচাপ, হাঁপানী, হৃদরোগ, ডায়াবেটিস,গর্ভাবন্থা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ।
* শ্বাসকষ্ট হলে বা অন্যান্য জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Image Source: www.google.com
Previous Post Next Post

نموذج الاتصال