আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত ইতালিয়ান নার্স ডেনিয়েলা ট্রেজি



মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। চীন থেকে শুরু হওয়া এই ভাইরাসে এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন ৬ হাজার ৮২০ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার।

  ইতালিয়ান নার্স ডেনিয়েলা ট্রেজি 

এমন পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ইতালির চিকিৎসক ও নার্সরা। এই কাজ করতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। মৃত্যুও হয়েছে অনেক ডাক্তার-নার্সের। তবে এবার রোগীদের সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত এক নার্স অকল্পনীয় কাজ করেছেন।


আজ বুধবার ওই নার্সকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল। দেশটির নার্সিং ফেডারেশনের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেটি যাতে অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে সেজন্য আত্মহত্যা করেছেন ইতালির ওই নার্স। তার নাম ডেনিয়েলা ট্রেজি (৩৪)।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময় থেকে ওই নার্স রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তিনি ইতালির সবচেয়ে বেশি বিপর্যস্ত এলাকা লোম্বার্দি অঞ্চলের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

সংবাদ সুত্রঃ আমাদের সময়



Previous Post Next Post

نموذج الاتصال