জেনে নিন, মানব দেহের বাইরে কত দিন বাঁচতে পারে করোনা ভাইরাস?



করোনা ভাইরাস মানবদেহের বাইরে ১৭দিন পর্যন্ত বাঁচতে পারে। করোনা আক্রান্ত জাহাজ ডায়মণ্ড প্রিন্সেস-এ চালানো এক গবেষণায় এমনটাই দেখা গেছে। জাহাজটির একটি কেবিন থেকে করোনা রোগীকে সরিয়ে নেয়ার দুই সপ্তাহ পরও সেখানে করোনা ভাইরাসের অস্তিত্ত্ব পাওয়া গেছে বলে জানিয়েচে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। গত ফেব্রুয়ারি মাসে ৩ হাজার ৭০০ যত্রী সহ করোনায় আক্রান্ত হয় জাহাজটি।


যুক্তরাষ্ট্রের গবেষকরা ওই গবেষণাটি চালান। এই গবেষণায় প্রমাণিত হলো আগের ধারণার চেয়েও অনেক বেশি সময় ধরে মানবদেহের বাইরে বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। তবে ১৭ দিন পরেও তা মানুষকে অসুস্থ করতে পারবে কিনা সে বিষয়ে নিশ্চিত নব গবেষকরা। ২৩ মার্চ এই তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথমদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষের শরীরে এই ভাইরাস ধরা পড়ে ওই জাহাজে। এর আগে আমরা জানতাম করোনাভাইরাস সবচেয়ে বেশি দিন বাঁচতে পারে পলিপ্রোপিলিনের উপর। পাঁচদিন পর্যন্ত এর উপর বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। পলিপ্রোপিলিন এক ধরনের প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক দিয়েই শিশুর খেলনা থেকে শুরু করে প্লাস্টিকের টিফিন বক্স তৈরি করা হয়।


Previous Post Next Post

نموذج الاتصال