------------------------------------------------------------------------------------------
বাংলাদেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো। গত ১৮ মার্চ বুধবার ২০২০ইং বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানা যায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা গেছেন, তাঁর বয়স ছিল ৭০ বছর। দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো।
মীরজাদী সেব্রিনা বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ছিল ৭০ বছর। মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানান আইইডিসিআর পরিচালক।
মীরজাদী সেব্রিনা বলেন, ওই ব্যক্তি (মারা যাওয়া) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় গুলোতে ভুগছিলেন। পাশাপাশি তাঁর হার্টে স্টেন্ট পরানো ছিল। মীরজাদী বলেন, এজন্য ‘আমরা বারবার বয়স্কদের বিশেষ নিরাপত্তার জন্য বলছি।’
তবে জানা যায়, আত্মীয় স্বজনবিহীন করোনায় মারা যাওয়া দেশের প্রথম লাশ দাফন করা হলো আজিমপুর কবরস্থানে! আত্মীয় স্বজনবিহীন এমন নিষ্ঠুর দাফন যেন আল্লাহ আমাদের কাউকে না দেন।
প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত ব্যক্তির দাফন হয়েছে আজিমপুর কবরস্থানে। এই ব্যক্তির দাফন-কাফনে তার স্বজনদের কেউ উপস্থিত ছিলেন না। এমনকি হয়নি জানাজাও। আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশের দাফনের ব্যবস্থা করেছে। ঢাকা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট দূর থেকে শুধু তদারকি করেছেন।
বিদেশ থেকে আগত এক আত্মীয়ের মাধ্যমে সংক্রামিত হয়েছিলেন এই বৃদ্ধ। একমাত্র সচেতনতাই পারে আমাদের এই দুর্যোগ থেকে বাঁচাতে। ইয়া আল্লাহ যে মৃত্যুতে গোসল নেই,জানাজা নেই,আত্বীয় স্বজন কাছে আসতে পারবে না,এমন মৃত্যু কোন মুমিনকে দিয়ো না...হে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আমিন।
------------------------------------------------------------------------------------------
আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Tags
কোভিড-১৯