করোনা ভাসইরাস! দূর হবে জুনেই? তবে নিতে হবে যেব ব্যবস্থা Corona virus! Will June be away But the measures that have to be taken



গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ফলে পুরো বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো। বিশ্বজুড়ে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ৫ হাজার ১১১ জন। গতকাল ১৩ মার্চ শুক্রবার ২০২০ইং আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানা যায়।


চীনে করোনার প্রকোপ কমতে দেখা দিলেও ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ভাইরাসটি বর্তামানে তণ্ডব চালাচ্ছে। এমন পরিস্থিতে এক গবেষক ও চীনা কর্মকর্তা জানান, অন্য দেশগুলোতেও চীনের মতো ব্যবস্থা নিলে আগামী জুন মাস নাগাদ এই দুর্যোগ দূর হবে বলে ধারোনা করা যায়।

তবে করোনা ভাইরাসের উৎসস্থল চীনে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমতে দেখা দিলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মাত্র চারজন করোনা আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন একজন। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩ হাজার ১৭০ জন। 

চীন সরকারের জ্যেষ্ঠ চিকিৎসা উপদেষ্টা ঝং নানশান জানান, আমি সব দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ ও জাতীয় পর্যায়ে হস্তক্ষেপের আহ্বান জানাই। সব দেশ এক হলে আগামী জুন মাস নাগাদ এটি শেষ হতে সম্ভব হতে পারে।

তিনি আরও বলেন, সব দেশের ইতিবাচক পদক্ষেপগুলোর প্রেক্ষাপটেই আমি জুন মাসের হিসাব করেছি। কিন্তু যদি কোনও দেশ করোনার সংক্রমণ ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় শক্তিশালী পদক্ষেপ না নেয়, তবে এই মহামারি আরও দীর্ঘস্থায়ীও হতে পারে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পরপরই ভাইরাসের উৎস উহানসহ বেশ কয়েকটি শহর পুরোপুরি অবরুদ্ধ ঘোষণা করে চীন। মরদেহ সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে পুড়িয়ে ফেলা, স্কুল-কলেজ বন্ধ, জনসমাগম নিষিদ্ধ, ১০ দিনেই পৃথক হাসপাতাল তৈরিসহ বেশ কিছু আলোচিত পদক্ষেপ নেয় চীনা দেশটি।

আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com
Previous Post Next Post

نموذج الاتصال