করোনায় মানুষের জন্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন পর্ব-১ || Bidyanond Foundation for People in Corona part-1

১)ঝুঁকিপূর্ণ ফ্রন্ট লাইনে যেতে স্বেচ্ছায় রাজীঃ-
ঝুঁকিপূর্ণ ফ্রন্ট লাইনে যেতে স্বেচ্ছায় রাজী হয়েছে অনেকে, আমরা শুধু পাঁচ জনকেই পাঠাচ্ছি। এঁরাই বাইরের কাজগুলো তদারকি করবে, বিদ্যানন্দে ফিরতে পারবে না। এতদিন একসাথে থেকে এভাবে বিদায়ের মুহূর্তটি আবেগপুর্ণ। এঁরা আক্রান্ত হলে এঁদের সরিয়ে দিয়ে পরের ব্যাচ সে জায়গা দখল করবে, এরপর আরেক ব্যাচ। এভাবেই স্বেচ্ছাসেবকদের পাঠানো হচ্ছে সম্মুখ সমরে, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে।

কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ নির্ভর করছে এই স্বেচ্ছাসেবকের সুস্থতার উপর। ছোঁয়াচে রোগ হওয়ায় এবং হাসপাতালের বিভিন্ন সার্ভিসে তাঁরা যুক্ত থাকায়, স্বেচ্ছাসেবকদের রোগে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। আর সবাই যদি কোয়ান্টিনে চলে যায় তবে নষ্ট হবে পুরো কার্যক্রম। জানি না, এই মৃত্যুর কালো ছায়া দেশের উপর কয়দিন থাকবে, দেশ আবার কবে ফিরে পাবে স্বাভাবিকত্ব, আমরা ফিরবো স্বাভাবিক জীবনে?

২)চাল, ডাল, তেল সহ সাত হাজার ডিম পৌঁছে যাচ্ছে রান্নার জন্যঃ-
সাত হাজার ডিম পৌঁছে যাচ্ছে রান্নার জন্য, সাথে টনে টনে চাল, ডাল, তেল,ইত্যাদি। এসবে রান্না হচ্ছে অভুক্ত মানুষের জন্য, যা বিভিন্ন মসজিদ কিংবা স্থানীয় সংগঠন দিয়ে বিতরণ হবে বস্তিতে বস্তিতে (জটলা কমাতে) ।

অনুগ্রহ করে মোবাইল এবং ম্যাসেজ পাঠানোর আগে পেইজ ভিজিট করার বিনীত অনুরোধ জানাচ্ছি। কমন প্রশ্নগুলোর উত্তর দেয়া হলো।


১. যারা রেজিস্ট্রেশন করছেন তাঁদের অনেকের পিপিই ডেলিভারি হচ্ছে না কুরিয়ার না থাকার জন্য। আমরা হাসপাতালের গাড়ি ব্যবহার করে নির্দিষ্ট সংখ্যক পাঠানোর চেষ্টা করছি

২. স্বেচ্ছাসেবক নেয়া হচ্ছে না আপাতত। যেদিন দরকার হবে সেদিন ঠিকানা দিয়ে পোস্ট দেয়া হবে

৩. যারা ৫ টন ত্রাণের জন্য মেইল করছেন তাঁদের যোগাযোগ ইমেইলে হবে। এখানে হুট করে সবকিছু প্রসেস করা যায় না।

৩) ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে চিকিৎকদের পিপিই হস্তান্তর।


আমাদের এ লেখাটি যাদ আপনার ভালে লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার এই পোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Image Source: www.google.com 
Previous Post Next Post

نموذج الاتصال