করোনাভাইরাস থেকে বাঁচতে মিথানল পান করে ইরানে ৩০০ জনের মৃত্যু



করোনাভাইরাস থেকে মুক্তি মিলবে এমন আশায় মিথানল পান করে ইরানে ৩০০ জন মানুষ মারা গেছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় এক হাজার মানুষ। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ও ডেইলি মিরর এ খবর প্রকাশ করেছে।


ইরানে কঠোর ইসলামি শরিয়া আইন জারি থাকায় সেখানে মদ্যপান ও মদের ব্যবসা নিষিদ্ধ। কিন্তু তারপরেও চোরাপথে অ্যালকোহল ব্যবসা চলে বলে অভিযোগ রয়েছে। তবে চোরাকারবারীরা অ্যালকোহেলের জায়গায় শরীরের পক্ষে ক্ষতিকর মিথানল দিলে না বুঝেই তা পান করায় এই মর্মান্তিক পরিণতি হয়।

ইরানে করোনার সংক্রমণের শুরু থেকেই লোকজনের মধ্যে অ্যালকোহল কেনার ঝোঁক বাড়ে। কারণ, সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে অ্যালকোহল করোনার সংক্রমণকে দূরে রাখতে পারে। যদিও খবরটি সম্পূর্ণ মিথ্যা। বিশেষজ্ঞরা অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজারে বারবার হাত ধোওয়ার কথা বলছেন। কিন্তু কেউই দাবি করেননি মদ্যপানে করোনার সংক্রমণ প্রতিহত করা যায়।



কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভুয়া বার্তার জেরে লোকজনের মধ্যে অ্যালকোহল খাওয়ার প্রবণতা বাড়ে। আর তার জেরেই এই ভয়ানক ঘটনা ঘটে। ইরানে এরইমধ্যে করোনায় প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছে। মিথানলের বিষক্রিয়া নিয়ে কাজ করা অসলোর ক্লিনিক্যাল টক্সিকোলজিস্ট ডক্টর কনুত এরিক হোভডা মনে করেন, ইরানে করোনাভাইরাস আরো ভয়ংকর হয়ে উঠতে পারে। ইরানের ৮ কোটি মানুষ করোনার ঝুঁকিতে রয়েছেন।

সূত্র : ডেইলি মেইল

Previous Post Next Post

نموذج الاتصال