অমর একুশে
BULLET M.C.Q SHEET১। কত সালের কত তারিখে খাাজা নাজিম উদ্দিন ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাাষা?
উ : ১৯৫২,২৬ ফেব্রয়ারি
২। কে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা?
উ: খাজা নাজিম উদ্দিন
৩। খাজা নাজিম উদ্দিন কোথায় বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা?
উ: ঢাকায় মুসলিম লীগের অ:
৪। তাঁর ঘোষণার পর ছাত্ররা কী করেন?
উ: প্রতিবাদে ফেটে পড়েন
৫। প্রতিবাদ স্বরূপ ঢাকায় কত তারিখে ধর্মঘট পালিত হয়?
উ : ৩০ শে জানুয়ারি
৬। কার লাইব্রেরিতে আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ,
খেলাফত রাব্বানী পার্টির প্রতিনিধিদের নিয়ে কী গঠিত হয়?
উ ঃ সর্বদলীয় কর্মপরিষদ
৭। কার সভাপতিত্বে সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয়?
উ ঃ আতাউর রহমান খান
৮। কোথায় সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয়?
উে ঃ বার লাইব্রেরিতে
৯। কে সর্বদলীয় কর্ম পরিষদের আহ্বায়ক হন?
উে ঃ কাজী গোলাম মাহবুব
১০। সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হওয়ার সময় শেখ মুজিবর রহমান কোথায় ছিলেন?
উ ঃ জেলে আটক ছিলেন
১১। শেখ মুজিবুর রহমান একটানা কত সাল থেকে বন্দি?
উ ঃ ১৯৪৯ সালের মার্চ মাস থেকে
১২। কত তারিখে পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয়?
উ ঃ ৪ঠা ফেবুয়ারি
১৩। স্থির করা হয় কত তারিখ রাষ্ট্র ভাষা দিবস হিসাবে পালিত হবে?
উ ঃ ২১ শে ফেব্রুয়ারি
১৪। কত তারিখে পাকিস্তান অবজারভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়?
উ ঃ ১৬ই ফেব্রুয়ারি
১৫। কত তারিখ থেকে শেখ মুজিবুর ও মহিউদ্দিন আহমেদ অনশন শুরু করেন?
উ ঃ ১৫ই ফেব্রুয়ারি থেকে
১৬। শেখ মুজিবকে কোন জেলে স্থানান্তরিত করা হয়?
উ ঃ ফরিদপুর জেলে
১৭। কত তারিখে ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়?
উ ঃ ২০ শে ফেব্রুয়ারি
১৮। ২০ শে ফেব্রুয়ারি কে ১৪৪ ধারা জারি করেন?
উ ঃ নুরুল আমিন সরকার
১৯। ২০ শে ফেব্রুয়ারি কখন ১৪৪ ধারা জার করে?
উ ঃ সন্ধ্যায়
২০। কার সভাপতিত্বে সর্বদলীয় কর্ম পরিষদ আল আহাদের বিরোধিতা সত্¦েও পরের দিন ১৪৪ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করেন?
উ ঃ আবুল হাশিম
২১। কারা ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলনকে প্রত্যক্ষ সংগ্রামে রূপান্তরিত করতে বদ্ধপরিকর?
উ ঃ বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ
২২। কত সময় ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে প্রস্তুতিতে চলে?
উ ঃ সারা রাত্রি
২৩। কত তারিখে ঢাকা ও অন্যান্য স্থানে সাফল্যের সঙ্গে ছাত্রছাত্রীরা ধর্মঘট পালনকরেন?
উ ঃ ২১ শে ফেব্রুয়ারি
২৪। কখন বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক বিরাট ছাত্র অনুষ্ঠিত হয়?
উ ঃ সকাল দশটার পর
২৫। কার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়?
উ ঃ গাজিউল হক
২৬। সভায় কে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধানন্ত জানায়?
উ ঃ শামসুল হক
২৭। কারা এ সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়?
উ ঃ সংগ্রামী ছাত্রছাত্রীরা
২৮। কার প্রস্তাব মতো অসংখ্য দলে বিভক্ত হয়ে ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন?
উ ঃ আবদুস সামাদের
২৯। আবদুস সামাদের প্রস্তাব মতো ছাত্রছাত্রীরা কতজনের অসংখ্য দলে ভাগ হয়ে যায়?
উ ঃ দশ জনায়
৩০। পুলিশ হঠাৎ কোথায় প্রবেশ করে বেপরোয়া কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ শুরু করে?
উ ঃ কলাভবন প্রাঙ্গনে
৩১। ২১ শে ফেব্রুয়ারি কয়টার সময় অধিবেশন শুরু হবার কথা?
উ ঃ ৩টার সময়
৩২। কী জন্য ছাত্রছাত্রীরা শান্তিপূণর্ষভাবে পরিষদ ভবনের দিকে যায়?
উ ঃ পুলিশি জুলুমের প্রতিবাদ জানাবার জন্য
৩৩। হঠাৎ পুলিশ কোথায় কয়েক দফা গুলি চালনা করে?
উ ঃ মেডিকের কলেজ হোস্টেলের সামনে
৩৪। প্রথম দফা গুলিতে কে কে শহীদ হন?
উ ঃ রফিক উদ্দিন ও জব্বার
৩৫। কত তারিখে সর্বত্র এলাকায় কালো পতাকা উত্তোলন করা হয়?
উ ঃ ২২ শে ফেব্রুয়ারি
৩৬। উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপাত্র কী কী প্রেস জ্বালিয়ে দেন?
উ ঃ মর্নিং নিউজ ও সংগ্রাম
৩৭। কত তারিখে সামরিক বাহিনী এবং ইপিআর নিয়োগ করা হয়?
উ ঃ ২২ শে ফেব্রুয়ারি
৩৮। কত তারিখে পুনরায় হরতাল পালিত হয়?
উ ঃ ২৩ শে ফেব্রুয়ারি
৩৯। কত তারিখে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি শহীদ মিনার নির্মাণ করেন?
উ ঃ ২৩ শে ফেব্রয়ারি
৪০। শহিদ মিনারটি ২৪ শে ফেব্রুয়ারি সকালে কে আনুষ্ঠানিকভাবে উদ্ভোবন করেন?
উ ঃ শহিদ শফিউর রহমানের পিতা
৪১। ২৬ শে ফেব্রুয়ারি কে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন?
উ ঃ আবুল কালাম শামসুদ্দিন
৪২। নারায়ণগঞ্জে একজন পুলিশ ও একজন আনসারকে কে আহত করেন?
উ ঃ নুরুল আমিন সরকার
৪৩। নিখিল শব্দের অর্থ কী?
উ ঃ সমগ্র
৪৪। সভ্য শব্দের অর্থ কী?
উ ঃ সদস্য
৪৫। সিংহদ্বার শব্দের অর্থ কী?
উ ঃ মূল দরজা
৪৬। দাবানল শব্দের অর্থ কী?
উ ঃ আগুনের প্রবাহ
৪৭। অপরাহ্ন শব্দের অর্থ কী?
উ ঃ শেষভাগ
৪৮। এক বা গীশ শব্দের অর্থ কী?
উ ঃ যুক্তিতে পারদর্শী
৪৯। স্তিমিত শব্দের অর্থ কী?
উ ঃ কমে যাওয়া
৫০। অমর একুশে গল্পের লেখক কে?
উ ঃ রফিকুল ইসলাম
৫১। রফিকুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উ: ১৯৩৪সালে, ১ লা জানুয়ারি
৫২। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন?
উ: ঢাবি
৫৩। তিনি মূলত কি হিসেবে পরিচিতি লাভ করেন?
উ : নজরুল গবেষক
৫৪। তিনি কোন সম্পর্কে প্রচুর লিখেছেন?
উ : ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
৫৫। রফিকুল ইসলাম গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে অবদানে কী পুরস্কার লাভ করেন?
উ : নজরুল একাডেমী পুরস্কার
৫৬। তিনি নজরুল একাডেমী পুরস্কার ছাড়া কী পুরস্কার পান?
উ : বাংলা একাডেমী ও একুশে পদক