এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম (সৃজনশীল নমুনা প্রশ্ন)

অষ্টম শ্রেণি - বাংলা ১ম পত্রঃ

এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম (সৃজনশীল নমুনা প্রশ্ন)

 
১।   নিচের অনুচ্ছেদটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
টেলিভিশনে বঙ্গবন্ধুর একটি ঐতিহাসিক ভাষণ দেখাচ্ছিল। টুপুরের বাবা মনোযোগের সাথে ভাষণের কথাগুলো শুনছিলেন। এদিকে টুপুরের মা ব্যস্ত হয়ে উঠেছেন হিন্দি সিরিয়ালের সময় পেরিয়ে যাচ্ছে বলে। বাবা তখন সবার সামনে ভাষণটির তাৎপর্য ব্যাখ্যা করলেন। বললেন, পাকিস্তানি শোষণ-বঞ্চনার শিকল ভাঙার মন্ত্র উচ্চারিত হয়েছিল ওই ভাষণে। আজকের বাংলাদেশ ওই ভাষণের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে।

ক) ১৯৭০ সালের নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
খ) ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-কথাটি ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে যে ভাষণের কথা বলা হয়েছে, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার আলোকে তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের ভাষণ সম্পর্কে টুপুরের বাবার মন্তব্য কতটা সমর্থনযোগ্য? ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার আলোকে মূল্যায়ন কর। 



২।   নিচের অনুচ্ছেদটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
জনতা জাগানো নেতারা জনগণকে সৃষ্টি করতে পারে, আবার নষ্ট করতে পারে। ১৯৭১-এ যে শুভ দাবানল সৃষ্টির কথা বলা হয়েছে, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণের আলোকে তা বিশ্লেষণ কর।

ক) কোন নির্বাচনে বঙ্গবন্ধুর দল নিরঙ্ককুশ বিজয় অর্জন করে?
খ) বঙ্গবন্ধু কেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন?
গ) ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণে  উদ্দীপকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে ১৯৭১-এ যে শুভ দাবানল সৃষ্টির কথা বলা হয়েছে, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণের আলোকে তা বিশ্লেষণ কর।


৩।   নিচের অনুচ্ছেদটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: 
টিভিতে রাতুল একটি অনুষ্ঠানের শিরোনাম দেখল; তাতে লেখা ছিল ‘অগ্নিঝরা মার্চ’। সে তার বড় ভাইকে লেখাটির প্রকৃত অর্থ জিজ্ঞেস করল। তিনি তাকে বললেন- ১৯৭১ সালের মার্চ মাসেই এদেশকে স্বাধীন করার ঘোষণা এসেছিল। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতা আদায়ের জন্যে প্রস্তুত হতে বলেছিলেন। বঙ্গবন্ধুর সেই ভাষণে বাঙালির প্রাণে জেগেছিল স্বাধীনতার স্বপ্ন; তারা প্রস্তুত হতে শুরু করেছিল সশস্ত্র সংগ্রামের জন্যে। আর যেহেতু মার্চ মাসে ঘটনাটি ঘটেছিল, তাই মুক্তিযুদ্ধের কথা উঠলেই মার্চ মাসকে ‘অগ্নিঝরার মার্চ’ বলে আখ্যায়িত করা হয়।

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ করেন?
খ) বঙ্গবন্ধু কেন প্রধানমন্ত্রিত্ব চান নি?
গ) উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
ঘ) বঙ্গবন্ধুর ভাষণই মার্চ মাসকে ‘অগ্নিঝরা মার্চ’ হিসেবে পরিচিত দিয়েছে-উদ্দীপক ও ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

 
৪।   নিচের অনুচ্ছেদটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: 
মায়ানমারের অবিসংবাদিত নেত্রী অং সান সু চি। গণমানুষের অধিকারের পক্ষে দীর্ঘদিন সংগ্রাম করেছেন তিনি। নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে গৃহবন্দি জীবনযাপন করতে হয়েছে তাঁকে। দীর্ঘ১৪ বছর পর সেই দেশের সামরিক জান্তা সম্প্রতি তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। তাঁর মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মায়ানমারের জনগণ।

ক) কত সালে গণঅভ্যত্থান সংঘটিত হয়েছিল?
খ) ইয়াহিয়া খান কীভাবে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করেছিলেন?
গ) উদ্দীপকের সু চি চরিত্রের কোন গুণটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে লক্ষণীয়? বুঝিয়ে লেখ।
ঘ) ‘অং সান সু চি আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই চিরন্তন প্রেরণার আদর্শ’Ñ বিশ্লেষণ কর।

Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال