জেনে নিন রোজা ভঙ্গের কারণ সমুহ

রোজা ভঙ্গের কারণ সমুহ: 
০১. ইচ্ছাকৃত পানাহার করলে। 
০২. স্ত্রী সহবাস করলে । 
০৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে। (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।
০৪. ইচ্ছকৃত মুখ ভরে বমি করলে। 
০৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে। 
০৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
০৭. ইনজেকশান বা স্যালাইনের মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে। 
০৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে। 
০৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি। 
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে। 


১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে। 
১২. ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে। 
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে । 
১৪. রাত্রি আছে মনে করে সোবহে সাদিকের পর পানাহার করলে। 
১৫. মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর নিদ্রা হতে জাগরিত হওয়া এ অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে।

Previous Post Next Post
banner
banner
banner

نموذج الاتصال