পঞ্চম শ্রেণি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়,অধ্যায়:২ , ব্রিটিশশাসন, প্রশ্নোত্তর


অধ্যায়:২ 

 প্রশ্নোত্তর    ব্রিটিশশাসন


বর্ণনামূলকপ্রশ্নোত্তর:

১. কত সালেপলাশীযুদ্ধ ?পলাশীযুদ্ধ কেন হয়েছিল? পলাশীযুদ্ধেরফলাফলপাঁচটিবাক্যে  লেখ?
   উত্তর:১৭৫৭ সালেপলাশীযুদ্ধ  হয়েছিল।
নবাবসিরাজ-উদ-দৌলাকেবাংলা, বিহার, ও উড়িষ্যারসিংহাসন থেকে উৎখাতকরারজন্য পলাশীযুদ্ধ  হয়েছিল।
পলাশীযুদ্ধেরপাঁচটিফলাফলনি¤েœ লেখাহলো:
ক.বাংলার স্বাধীনতারসূর্য প্রায় দুশবছরেরজন্য অস্তমিত হয়।
খ. মীরজাফরনামমাত্রনবাবিলাভকরেন। কিন্তু বাংলারশাসনক্ষমতাইংরেজিদেরহাতেচলেযায়।
গ.বাংলা, বিহার, ও উড়িষ্যাজয়েরমধ্য দিয়েইংরেজশাসনেরসূত্রপাত হয়।
ঘ.ইরেজরাশাসনেরনামে শোষণশুরুকরে।
ঙ. নবাবসিরাজ-উদ-দৌলাপরাজিত হয় ।পরেতাকেহত্যাকরা হয়।
২.বাংলার নবজাগরণেরফলাফলকীহয়েছিল? পাঁচটিবাক্যে লেখ।
উত্তর:বাংলারনবজাগরণেরফলাফলযাহয়েছিল সে সম্পর্কে  পাঁচটিবাক্যে  নিচে লেখাহলো:
ক.ভারতেরজাতীয়তাবাদী চেতনারবিকাশ ঘটে।
খ.১৮৮৫ সালেভারতীয়জাতীয়কংগ্রেসগঠিত হয়।
গ.১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়।
ঘ.পূর্ববঙ্গ ও আসামনিয়েনতুনপ্রদেশ গঠিত হয়।
ঙ.বাংলায় স্বদেশী চেতনারবিকাশ ঘটে।
৩. ১৮৫৭ সালেসিপাহি বিদ্রোহের গুরুত্ব পাঁচটিবাক্যে লেখ।
উত্তর: ১৮৫৭ সালেসিপাহি বিদ্রোহেরনানাদিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। যেমন-
ক.এটিছিলপ্রথমব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রাম।
খ.এ বিদ্রোহেরফলেভারতবর্ষে কোম্পানিশাসনেরঅবসান ঘটে।
গ. এ বিদ্রোহেরফলেভারতীয়রাজাতীয়তাবোধেউদ্বুদ্ধ হয়।
ঘ.এ বিদ্রোহেরমূলউদ্দেশ্য ছিলইংরেজশাসনেরঅবসানঘটিয়েভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া।
ঙ.ব্রিটিশভারতেরসকল আন্দোলন-সংগ্রামে এ বিদ্রোহ প্রেরণা যোগায়।
৪ .বাংলারশিক্ষা ও অর্থনীতিতেব্রিটিশদেরপ্রভাবপাঁচটিবাক্যে লেখ।
উত্তর:বাংলারশিক্ষা ও অর্থনীতিতেব্রিটিশদেরপ্রভাবপাঁচটিবাক্যে লেখাহলো;
ক.ইরেজদেরমাধ্যমে এদেশে ইংরেজিশিক্ষারপ্রচলন হয়।
খ. শিক্ষাবিস্তারেরজন্য এদশে স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠিত হয়।
গ. আধুনিকশিক্ষা ও ইংরেজিশিক্ষারফলে এদেশে ক্রমে একটাইংরেজিশিক্ষিত শ্রেণিগড়ে ওঠে।
ঘ.বাংলার অর্থনৈতিক মেরুদ- কৃষি ও এককালেরতাঁতশিল্পপ্রায়ধ্বংসহয়েযায়।
ঙ.বাংলারশিল্প, বাণিজ্য নানাভাবেক্ষতিগ্রস্ত হয়।
৫.বাংলার অর্থনীতিতেব্রিটিশশাসনেরপ্রভাব ৫বাক্যে বর্ণনা কর।
উত্তর:প্রায় দু শ বছরেরব্রিটিশশাসনামলেপ্রচুর অর্থ ও সম্পদ এদেশ থেকে পাচারহয়েযায়। বাংলার অর্থনৈতিক মেরুদ- কৃষি ও এককালেরতাঁতশিল্পপ্রায়ধ্বংসহয়েযায়। বাংলারশিল্প, বাণিজ্য নানাভাবেক্ষতিগ্রস্তহয়।অসংখ্য পরিবার বেকারহয়েযায়। কোম্পানিরশাসনেরসময়ে  ১৭৭০ সালে ( বাংলা ১১৭৬ সালে)এদেশে   এক ভয়াবহ দুর্ভিক্ষহয়েছিলযাইতিহাসে “ ছিয়াত্তরেরমন্বন্তর”নামেপরিচিত।
৬.ব্রিটিশ শাসনেরতিনটিভালো ও তিনটিখারাপদিকউল্লেখ কর।
উত্তর :বই
৭.কখন কীভারেবাংলায়নবজাগরণ । এ সম্পর্কে পাঁচটিবাক্য লেখ।
উত্তর: বাংলায়নবজাগরণসম্পর্কে পাঁচটিবাক্য লেখাহলো :
ক. উনিশশতকেইংরেজদেরমাধ্যমে এদেশে ইংরেজিশিক্ষারপ্রচলন হয়।
খ. শিক্ষাবিস্তারেরজন্য এদশে স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠিত হয়। যোগাযোগব্যবস্থার বিশেষউন্নতি হয়।
গ. অধধুনিকশিক্ষা ও ইংরেজিশিক্ষারফলে এদেশে ক্রমে একটাইংরেজিশিক্ষিত শ্রেণিগড়ে ওঠে।
ঘ.ছাপাখানরবিকাশেজ্ঞানবিস্তারেরসুযোগবাড়ে।
ঙ.এদেরইহাতধরেউনিশশতকেবাংলায় নব জাগরণ ঘটে।
৮.সিপাহি বিদ্রোহেরপাঁচটিকারণ লেখ।
উত্তর :বই
৯.তিুমীর,প্রীতিলতা, সূর্যসেন ও ক্ষুদিরামব্রিটিশবিরোধী আন্দোলনেকীঅবদান রেখেছিলেন ? পাঁচবাক্যে লেখ।
উত্তর :১৯৫০ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করেবাংলায় স্বদেশী চেতনারবিকাশ ঘটে। এ পর্যায়সশস্ত্র আন্দোলনেতিুমীর,প্রীতিলতা, সূর্যসেন ও ক্ষুদিরামেরআতœত্যাগ ও সাহসিকতাচিরস্মরণীয়।ইংরেজশাসকদেরবিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ারকারণেসূর্যসেন ও ক্ষুদিরামকেফাঁসি দেওয়াহয়েছিল। আরসফলঅভিযান শেষেইংরেজদেরহাতেধরাপড়াএড়ানোরজন্য প্রীতিলতাআত্মহুতি দিয়েছিলেন।আর এ  ধরণের আন্দোলনেরফলে এক সময়ইংরেজরাএদেশত্যাগকরতেবাধ্য হয়।
Previous Post Next Post

نموذج الاتصال